Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

ভাঙন নিয়ে শান্তনুকে দুষছে তৃণমূল, পাল্টা তোপ লকেটের

এলাকার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট পাল্টা অভিযোগ তোলেন, সংসদে তিনি গঙ্গাভাঙনের প্রসঙ্গ তোলায় তৃণমূল সাংসদেরা তাঁরা থামানোর চেষ্টা করেন।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ০৯:২৯
Share: Save:

পার ভাঙছে গঙ্গার। লোকসভা ভোটের মুখে বলাগড় ব্লকে তা নিয়ে তরজা অব্যাহত তৃণমূল এবং বিজেপির মধ্যে। এ বার এই ঘটায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরেরও নাম জড়াল তৃণমূল।

দিন কয়েক আগে গুপ্তিপাড়ায় প্রচারে এসে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ভোটে জিতলে সংসদে প্রথমেই তিনি বলাগড়ের গঙ্গাভাঙন রোধের বিষয়টি তুলবেন। এলাকার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট পাল্টা অভিযোগ তোলেন, সংসদে তিনি গঙ্গাভাঙনের প্রসঙ্গ তোলায় তৃণমূল সাংসদেরা তাঁরা থামানোর চেষ্টা করেন। ভোটের পরে তিনি ওই সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলেও তাঁর দাবি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এ সবের মধ্যেই ডুমুরদহ নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন বনগাঁর বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং এ বারের প্রার্থী শান্তনু ঠাকুরের দিকে। তাঁর অভিযোগ, ‘‘ভাঙন রুখতে ও পারের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এ পারের চরের মাটি কেটে নিয়ে যাচ্ছেন। যার জেরে এ দিকের ভাঙন ক্রমশই বাড়ছে।’’

শ্যামাপ্রসাদের ব্যাখ্যা, বলাগড়ের উল্টো দিকে নদিয়ার একাংশ বনগাঁ লোকসভায় পড়ে। এলাকার সাংসদ হিসাবে শান্তনু সেখানে গঙ্গার পার বাঁধাচ্ছেন। এই কাজে বলাগড়ের চর থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। শ্যামাপ্রসাদের কথায়, ‘‘কিছুদিন আগে এ নিয়ে সমস্যা হয়েছিল। এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন ঠিকেদারেরা। সে ঠিকাদার কোথাকার? কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োজিত।’’ বলাগড়ে গঙ্গাভাঙন রোধে কেন্দ্রীয় সরকার উদাসীন বলে তাঁর অভিযোগ।

এ নিয়ে শান্তনুর প্রতিক্রিয়া মেলেনি। চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে, লকেট পাল্টা বলেন, ‘‘তৃণমূলের নেতারাই মাটি ও বালি কাটার সঙ্গে যুক্ত। এ কাজে বিজেপির কেউ যুক্ত নন। নিজেরা মাটি কেটে কেন্দ্রীয় মন্ত্রীর নামে মিথ্যে বলছেন। ওঁর (শ্যামাপ্রসাদ) যদি হিম্মত থাকে প্রমাণ দেখান।’’

শনিবার বিজেপির ৪৫তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন লকেট। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাভাঙন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভোটের পর বলাগড়ের এই সমস্যা যাতে কেন্দ্র সরাসরি দেখে, সে বিষয়ে আমি অনুরোধ করব। পাশাপাশি, কেন্দ্রের পাঠানো টাকা কোন তৃণমূল নেতার ঘরে ঢুকেছে, তারও তদন্তের জন্য বলব।’’

কেন্দ্রের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকা নিয়ে লকেটের মন্তব্যে শ্যামাপ্রাসাদের প্রতিক্রিয়া, ‘‘উনি কিছুই জানেন না। এরপর বলবেন, জাতীয় সড়কের টাকা তৃণমূল আত্মসাৎ করেছে!’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Balagarh TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE