Advertisement
২৪ এপ্রিল ২০২৪
TMC

Bengal Polls: হাতে ২০ হাজার, গাড়ি ১টি, ‘জলনূপুর’-এর লাভলির হলফনামায় নিজস্ব বাড়িরও উল্লেখ নেই

অনেক দর্শকই জানেন না অভিনেত্রীর আসল নাম অরুন্ধতী মৈত্র। জনপ্রিয় এই অভিনেত্রীই এ বার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১১:১২
Share: Save:
০১ ১৪
জনপ্রিয়তার শীর্ষে থাকা ধারাবাহিকের নায়িকা ছিলেন। জনপ্রিয় হয়েছিল তাঁর কণ্ঠে বিশেষ টানের বাংলায় সংলাপ। ‘জলনূপুর’ ধারাবাহিকের মূল নারী চরিত্র ‘কাজল’-এর আড়ালে হারিয়ে গিয়েছিল ‘লাভলি’ নাম। তবে অনেক দর্শকই জানেন না অভিনেত্রীর আসল নাম অরুন্ধতী মৈত্র। জনপ্রিয় এই অভিনেত্রীই এ বার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী।

জনপ্রিয়তার শীর্ষে থাকা ধারাবাহিকের নায়িকা ছিলেন। জনপ্রিয় হয়েছিল তাঁর কণ্ঠে বিশেষ টানের বাংলায় সংলাপ। ‘জলনূপুর’ ধারাবাহিকের মূল নারী চরিত্র ‘কাজল’-এর আড়ালে হারিয়ে গিয়েছিল ‘লাভলি’ নাম। তবে অনেক দর্শকই জানেন না অভিনেত্রীর আসল নাম অরুন্ধতী মৈত্র। জনপ্রিয় এই অভিনেত্রীই এ বার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী।

০২ ১৪
নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন লাভলি। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর উপার্জন ছিল ২ লক্ষ ২৭ হাজার ৬৮৩ টাকা। পরের আর্থিক বছরে এই অঙ্ক ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৮৮০ টাকা।

নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন লাভলি। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর উপার্জন ছিল ২ লক্ষ ২৭ হাজার ৬৮৩ টাকা। পরের আর্থিক বছরে এই অঙ্ক ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৮৮০ টাকা।

০৩ ১৪
তাঁর স্বামী সৌম্য রায়ের ২০১৮-১৯ আর্থিক বছরে উপার্জন দেখানো হয়েছে ১০ লক্ষ ২৯ হাজার ৩১৫ টাকা। তার আগের বছরে তাঁর উপার্জন ছিল ১১ লক্ষ ২০ হাজার ৯৭৬ টাকা।

তাঁর স্বামী সৌম্য রায়ের ২০১৮-১৯ আর্থিক বছরে উপার্জন দেখানো হয়েছে ১০ লক্ষ ২৯ হাজার ৩১৫ টাকা। তার আগের বছরে তাঁর উপার্জন ছিল ১১ লক্ষ ২০ হাজার ৯৭৬ টাকা।

০৪ ১৪
লাভলি এবং তাঁর স্বামী দু’জনের হাতেই নগদ ২০ হাজার করে টাকা আছে বলে তাঁরা জানিয়েছেন। স্টেট ব্যাঙ্কের একটি শাখায় লাভলির নামে গচ্ছিত আছে ৯ লক্ষ ৫৪ হাজার টাকা। একই ব্যাঙ্কের অন্য শাখায় তাঁর স্বামীর নামে আছে ১৩ লক্ষ টাকা। মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগ করেছেন ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

লাভলি এবং তাঁর স্বামী দু’জনের হাতেই নগদ ২০ হাজার করে টাকা আছে বলে তাঁরা জানিয়েছেন। স্টেট ব্যাঙ্কের একটি শাখায় লাভলির নামে গচ্ছিত আছে ৯ লক্ষ ৫৪ হাজার টাকা। একই ব্যাঙ্কের অন্য শাখায় তাঁর স্বামীর নামে আছে ১৩ লক্ষ টাকা। মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগ করেছেন ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

০৫ ১৪
লাভলির স্বামী সৌম্যর জীবনবিমা আছে ৫ লক্ষ টাকার। তবে লাভলি নিজের নামে কোনও বিমার কথা উল্লেখ করেননি। দু’জনের কারও কোনও ব্যাঙ্কঋণও নেই।

লাভলির স্বামী সৌম্যর জীবনবিমা আছে ৫ লক্ষ টাকার। তবে লাভলি নিজের নামে কোনও বিমার কথা উল্লেখ করেননি। দু’জনের কারও কোনও ব্যাঙ্কঋণও নেই।

০৬ ১৪
হলফনামায় একটি গাড়ির কথা উল্লেখ করেছেন লাভলি। জানিয়েছেন, একটি শেভ্রোলে স্পার্কের মালিক তিনি। গাড়িটি সাড়ে ৪ লাখ টাকায় তিনি কিনেছিলেন বলে উল্লেখ করেছেন।

হলফনামায় একটি গাড়ির কথা উল্লেখ করেছেন লাভলি। জানিয়েছেন, একটি শেভ্রোলে স্পার্কের মালিক তিনি। গাড়িটি সাড়ে ৪ লাখ টাকায় তিনি কিনেছিলেন বলে উল্লেখ করেছেন।

০৭ ১৪
তাঁর কাছে ৭৫০ গ্রাম সোনার গয়না আছে বলে জানিয়েছেন লাভলি। যার বর্তমান বাজারদর প্রায় ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫০০ টাকা। স্বামী সৌম্যর কাছে আছে ৪০০ গ্রাম সোনার গয়না। যার বর্তমান বাজারদর প্রায় ১৮ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা।

তাঁর কাছে ৭৫০ গ্রাম সোনার গয়না আছে বলে জানিয়েছেন লাভলি। যার বর্তমান বাজারদর প্রায় ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫০০ টাকা। স্বামী সৌম্যর কাছে আছে ৪০০ গ্রাম সোনার গয়না। যার বর্তমান বাজারদর প্রায় ১৮ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা।

০৮ ১৪
কৃষিজমি বা অন্য কোনও ধরনের জমির কথা উল্লেখ করেননি লাভলি। এমনকি, তাঁরা কোনও বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন বলেও উল্লেখ করেননি লাভলি।

কৃষিজমি বা অন্য কোনও ধরনের জমির কথা উল্লেখ করেননি লাভলি। এমনকি, তাঁরা কোনও বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন বলেও উল্লেখ করেননি লাভলি।

০৯ ১৪
অভিনয়কেই নিজের পেশা বলে উল্লেখ করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে কলাবিদ্যায় স্নাতক লাভলি। তাঁর স্বামী সৌম্য সরকারি কর্মী। প্রসঙ্গত লাভলির প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর স্বামীর পদাধিকার নিয়ে জটিলতাও দেখা দিয়েছিল।

অভিনয়কেই নিজের পেশা বলে উল্লেখ করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে কলাবিদ্যায় স্নাতক লাভলি। তাঁর স্বামী সৌম্য সরকারি কর্মী। প্রসঙ্গত লাভলির প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর স্বামীর পদাধিকার নিয়ে জটিলতাও দেখা দিয়েছিল।

১০ ১৪
তাঁর স্বামী সৌম্য ছিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। একজন প্রার্থীর স্বামী কী ভাবে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক পদে কর্মরত থাকতে পারেন নির্বাচন চলাকালীন, সেই প্রশ্ন তোলেন বিরোধীরা।

তাঁর স্বামী সৌম্য ছিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। একজন প্রার্থীর স্বামী কী ভাবে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক পদে কর্মরত থাকতে পারেন নির্বাচন চলাকালীন, সেই প্রশ্ন তোলেন বিরোধীরা।

১১ ১৪
নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর পরিবারের সদস্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। এই প্রসঙ্গে প্রতিবাদ জানান বিরোধীরা। শেষ অবধি নির্বাচন কমিশন সৌম্যকে দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরিয়ে দেয়।

নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর পরিবারের সদস্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। এই প্রসঙ্গে প্রতিবাদ জানান বিরোধীরা। শেষ অবধি নির্বাচন কমিশন সৌম্যকে দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরিয়ে দেয়।

১২ ১৪
লাভলি জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে সম্মতি আছে সৌম্যর। তবে তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। কোন দলের হয়ে কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

লাভলি জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে সম্মতি আছে সৌম্যর। তবে তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। কোন দলের হয়ে কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

১৩ ১৪
তবে লাভলিকে টিকিট দেওয়া নিয়ে দলের অভ্যন্তরেও দ্বন্দ্ব দেখা দিয়েছে। স্থানীয় কাউকে প্রার্থী না করে লাভলিকে প্রার্থী করায় অসন্তোষ জমে ওঠে তৃণমূলের অন্দরে। বিক্ষোভও দেখান বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা। পরবর্তীতে অবশ্য লাভলি জানান, তিনি বিদায়ী বিধায়কের সঙ্গে দেখা করেছেন।

তবে লাভলিকে টিকিট দেওয়া নিয়ে দলের অভ্যন্তরেও দ্বন্দ্ব দেখা দিয়েছে। স্থানীয় কাউকে প্রার্থী না করে লাভলিকে প্রার্থী করায় অসন্তোষ জমে ওঠে তৃণমূলের অন্দরে। বিক্ষোভও দেখান বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা। পরবর্তীতে অবশ্য লাভলি জানান, তিনি বিদায়ী বিধায়কের সঙ্গে দেখা করেছেন।

১৪ ১৪
এ বছরের ফেব্রুয়ারি মাসে লাভলি যোগ দেন তৃণমূলে। দলে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি কি পারবেন বিধায়ক হতে?  আরও বেশ কয়েক জন তারকা প্রার্থীর মধ্যে লাভলিরও এটা প্রথম নির্বাচন। বাকি তারকা প্রার্থীদের সঙ্গে তিনিও আছেন আগ্রহের কেন্দ্রে।

এ বছরের ফেব্রুয়ারি মাসে লাভলি যোগ দেন তৃণমূলে। দলে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি কি পারবেন বিধায়ক হতে? আরও বেশ কয়েক জন তারকা প্রার্থীর মধ্যে লাভলিরও এটা প্রথম নির্বাচন। বাকি তারকা প্রার্থীদের সঙ্গে তিনিও আছেন আগ্রহের কেন্দ্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE