রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। ওই পদে নিয়োগ করা হবে আট জনকে।
ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউকেশন এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারেন।
আরও পড়ুন:
-
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সফট্অয়্যার ইঞ্জিনিয়ার ট্রেনি প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী কী?
-
গণজ্ঞাপনে পিএইচডি সম্পূর্ণ করেছেন? মিলবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ
-
মাধ্যমিক পাশ করেছেন? রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসে কাজের সুযোগ
-
এমস ভুবনেশ্বরের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ
দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পদপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। নিযুক্তেরা পারিশ্রমিক হিসাবে মাসে ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা পাবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে ৪৭২ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদন করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।