শিক্ষকতা এবং অধ্যাপনার জন্য প্রার্থী খুঁজছে বোস ইনস্টিটিউট। সংস্থার বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস বিভাগে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১টি।
কারা আবেদন করবেন?
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ের মধ্যে যে কোনও একটি পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম তিন বছর গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
অ্যাসোসিয়েট প্রফেসর পদে উল্লিখিত বিষয়ে পিএইচডি এবং ন্যূনতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ৪৫ বছরের বেশি হওয়া চলবে না। তাঁদের স্বীকৃত জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হওয়া প্রয়োজন।
প্রফেসর পদে আবেদনকারীদের অন্তত ১৬ বছরের শিক্ষকতা কিংবা গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে। এ ছাড়াও তাঁদের পিএইচডি-র সুপারভাইজ়ার হিসাবে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। গবেষণার জন্য আর্থিক অনুদান অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে সংস্থার অধিকর্তাকে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৯ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বোস ইনস্টিটিউট-এ উপস্থিত থাকা প্রয়োজন।