কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের ফলিত মনোবিজ্ঞান বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ প্রথমে এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ফেলোশিপ মিলবে ৫৫ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৮ অগস্ট বেলা সাড়ে ১২টা থেকে শুরু ইন্টারভিউ। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় বেলা সাড়ে ১২টার মধ্যে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। সেখানে থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।