ভারত ডায়নামিক্স লিমিটেড-এ প্রশিক্ষণ নিতে পারবেন ইঞ্জিনিয়ারেরা। ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে তাঁদের কাজ শেখানোর পর নিযুক্ত করা হবে। কী ভাবে ওই কাজের জন্য আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে রইল বিশদ তথ্য।
কারা আবেদন করতে পারবেন?
ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ওই প্রশিক্ষণ নিতে পারবেন।
এ ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট-রা (সিএমএ) ওই বিভাগে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
কাজের ধরন:
প্রথমে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে প্রশিক্ষণ চলবে। তারপর তাঁদের এগ্জ়িকিউটিভ পদে নিয়োগ করা হবে।
বয়স:
আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রশিক্ষণ চলাকালীন ৪০ হাজার টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। এর পর ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে যোগ্যতা যাচাই করে নেবে ওই সংস্থা। আবেদনের শেষ দিন ২৯ ডিসেম্বর। আবেদনমূল্য ৫০০ টাকা।