দক্ষিণ ২৪ পরগনা জেলায় কর্মী নিয়োগ করা হবে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় একাধিক শূন্যপদ রয়েছে। জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ মিশন এবং আরও একটি জাতীয় প্রকল্পে কাজের সুযোগ মিলবে। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
জেলায় নিয়োগ হবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, মনোরোগ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, মনোবিদ, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদ ১৯টি।
আরও পড়ুন:
পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়স ৪০, ৫০ বা ৬৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের দৈনিক বা মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হবে। বেতনের পরিমাণ হবে মাসে সর্বাধিক ৬৫,০০০ টাকা।
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন এক বছরের ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশনও। একই ভাবে বাকি পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সেখানে তাঁদের আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ! কোন বিভাগে, কোন শর্তে আবেদন জানানো যাবে?
-
এমস-এর তরফে শুরু আইএনআই সেট-এর কাউন্সেলিং, ভর্তির সুযোগ কোন কোন প্রতিষ্ঠানে?
-
সমাজবিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করবে আইএসআই, চলছে গবেষকের খোঁজ
-
দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, কোন পদে, কারা আবেদন করতে পারবেন?