Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ জানুয়ারি ২০২২ ই-পেপার

বিনোদন

থ্রোব্যাক টলিউড: কয়েক বছর আগে কেমন ছিলেন মিমি, জিত্, রাইমারা?

নিজস্ব প্রতিবেদন
২১ জানুয়ারি ২০১৯ ১৩:৪০
হ্যাশট্যাগ টেন ইয়ার চ্যালেঞ্জে সরগরম সোশ্যাল মিডিয়া। সামিল সেলেবরাও। ১০ বছর আগে কেমন ছিলেন টলি তারকারা? সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেছেন সে সব ছবি। কেউ বা খুঁজে পেয়েছেন ১৩ বছর আগের ছবি। কেউ বা পাঁচ বছরের পুরনো আমিকে দেখিয়েছেন। 

১০ বছর আগের মিমি। এই ছবিটা শেয়ার করে নায়িকা লিখেছেন, এটা কলেজ হস্টেলের ছবি। মনে আছে তখন ফোটো শুট চলছিল আমাদের। একে অন্যের কস্টিউম পরেছিলাম। আমার রুমমেটের এই এয়ার হোস্টেসের কস্টিউমটা খুব ভাল লাগত। তাই ওটাই পরেছিলাম।
Advertisement
এটা মিমির এখনকার ছবি। তিনি লিখেছেন, জীবন কত সুন্দর। তখনও স্বপ্ন, আবেগ একই রকম ছিল। আজও তাই।

১০ বছর আগের চেহারার রাইমা সেন। বোল্ড ফোটো শুটে তখনও সাবলীল ছিলেন তিনি।
Advertisement
রাইমা এখন যেমন। সাহসী পোশাকে এখনও সমান সাবলীল তিনি।

সুন্দরী ছোট্ট মানালি ‘মৌরী’ চরিত্র দিয়ে জার্নি শুরু করেছিলেন। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন টেলিভিশনে।

সেই মানালি আজও টিভিতে সমান জনপ্রিয়। এই মুহূর্তে ‘নকশিকাঁথা’ ধারাবাহিকে শবনমের চরিত্রে তাঁকে দেখছেন দর্শক।

চিনতে পারছেন? ২০০৬-এ দুবাইতে তোলা হয়েছিল দেবের এই ছবি। কর্মাশিয়াল হিরো হিসেবে একটু একটু করে সে সময় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন তিনি।

১০ নয়। ১৩ বছর পরে অর্থাত্ ২০১৯-এ দেব এমন। দুবাইতেই তোলা হয়েছে এই ছবিটিও। নায়কের বদল কিন্তু চোখে পড়ার মতো।

না! ১০ বছর নয়। পাঁচ বছর আগে অর্থাত্ ২০১৪-এ কলকাতার বাড়িতে ছেলে তৃষাণজিতের সঙ্গে এই ছবিটি তুলেছিলেন প্রসেনজিত্।

২০১৯। পাঁচ বছর পরে অনেকটাই বদলেছেন প্রসেনজিত্। বড় হয়েছে ছেলেও। দিন কয়েক আগে তৃষাণজিতের জন্মদিনে ক্যামেরায় পোজ দিয়েছিলেন দু’জনে।

চোখে সানগ্লাস। আয়নার দিকে তাকিয়ে পোজ দেওয়া এই ছেলেটিকে একবারে চিনতে পারবেন না অনেকেই। সে সময় ছেলেটি হিরো হতে চেয়েছিল। ছেলেটি জিত্।

২০১৯-এ সেদিনের সেই ছেলেটা অর্থাত্ জিত্ শুধু অভিনেতাই নন। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন।