ফেডারেশনের সঙ্গে বিরোধ আপাতত অতীত। বলিউড থেকে কাজের ডাক এসেছে। কিন্তু বাংলায় কবে শুটিং শুরু করবেন পরমব্রত চট্টোপাধ্যায়? বেশ কিছু দিন ধরেই টলিউডে এই নিয়ে নানা জল্পনা।
শনিবার আনন্দবাজার ডট কম-কে পরিচালক-অভিনেতা জানালেন, “সিরিজ় পরিচালনা দিয়ে বাংলায় কাজ শুরু করতে চলেছি। ইচ্ছে আছে, মাস তিনেক পর থেকে শুটিং শুরু করব। কারণ, তার আগে বলিউডে যে কাজ শুরু করেছি সেটা শেষ করতে হবে।” প্রসঙ্গত, নিখিল আডবাণীর আগামী সিরিজ়ে দেখা যাবে তাঁকে। এর আগে প্রযোজকের ‘মুম্বই ডায়েরিজ ২৬/১১’য় অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কঙ্কনা সেনশর্মা। তারই শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। এক দিনের ছুটিতে শহরে ফিরেছেন তিনি।
‘টেবিল ফর অল’ টকশো-এর প্রচারে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। নিজস্ব ছবি।
তবে পরিচালক এবং অভিনেতার আগে ‘সঞ্চালক’ হিসেবে ফিরতে চলেছেন পরম। এসভিএফ প্রযোজনা সংস্থা একটি টক-শো আনছে, ‘টেবিল ফর অল।’ সেই টেবিলে পরমব্রতের মুখোমুখি হবেন রুপোলি পর্দার ভিতরে-বাইরের বিখ্যাত কিছু ব্যক্তিত্ব।
কাজে ফেরা প্রসঙ্গে পরিচালক-অভিনেতার মত, “ছেলের জন্ম কাছ থেকে দেখব বলেই ছুটি নিয়েছিলাম। কয়েকটা মাস যেন দেখতে দেখতে কেটে গেল! কাজ থেকে দূরে ছিলাম, বুঝতেই পারিনি।” ২০২৫ কি অনেক কিছু শেখাল তাঁকে? “হ্যাঁ শিখিয়েছে”, স্বীকার তাঁর। পরমব্রত শেষ হয়ে আসা বছরের কাছ থেকে শান্ত, সহনশীল, ধৈর্যশীল হওয়ার পাঠ পড়েছেন। আগে চট করে হয়তো মাথা গরম করে ফেলতেন। সহজেই ধৈর্যচ্যুতি ঘটত। অনেক সময় তার ফলে ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন। আগামী দিনে কোনও দ্বন্দ্ব, কলহ বা আইনি বিবাদে জড়াবেন না— এমনই বক্তব্য রেখেছেন সাম্প্রতিক এক ভিডিয়ো-বার্তায়।