দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। চারু মার্কেট থেকে রাসবিহারী যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কা। ভেঙেছে গাড়ির কাচ। কেমন আছেন ‘একেন বাবু’?
আনন্দবাজার ডট কম-কে অভিনেতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। অভিনেতা বলেন, “আমি ঠিক আছি। গাড়ির চালকও ঠিক আছেন।” শনিবার সকালে পর্দার ‘একেন’-এর দুর্ঘটনার কথা শোনার পরে তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।
আর কী বললেন অভিনেতা? “টালিগঞ্জ ব্রিজের নীচে ঘটেছে ঘটনা। আচমকাই একটি গাড়ি চলে আসে আমার গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়েই এই কাণ্ড। বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাসের চালক খুবই উদ্ধত আচরণ করেছেন আমার সঙ্গে। চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। দোষটা সম্পূর্ণ আমার ঘাড়েই দিয়েছেন সেই চালক। বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি বাধা দিই।”
অভিনেতা জানান, প্রথমে টালিগঞ্জ থানা ও তার পরে চারুমার্কেট থানায় ঘটনা জানিয়ে অভিযোগ করেন তিনি। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির চালকের কিছু হয়নি। কিন্তু গাড়ির যা ক্ষতি হয়েছে, তা রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই। সেই জন্য পুলিশের গাড়িতে করে তাঁকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়েছে তারা। ঘটনার তদন্ত করা হচ্ছে।