আদিত্য ধর ‘পরিচালিত’ ধুরন্ধর ছবি নিয়ে উন্মাদনা গত সপ্তাহ থেকেই। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর সিংহ, সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন, অর্জুন রামপাল অভিনীত এই ছবি। অগ্রিম বুকিং পর্বে চড়া দামে বিক্রি হয়েছে ছবির টিকিট। তবে এই বছরের ‘সেরার সেরা’ হওয়া হল না। এখনও পর্যন্ত এই শিরোপার অধিকারী ‘কান্তার: চ্যাপটার ওয়ান’। তার পরেই ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাওয়া’। তৃতীয় স্থানে রণবীরের ‘ধুরন্ধর’। অনেকটাই পিছিয়ে চলতি বছরের অন্যতম চর্চিত ছবি ‘সইয়ারা’।
আরও পড়ুন:
প্রথম দিন ‘ধুরন্ধর’-এর আয় হয়েছে ২৭ কোটি। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘সইয়ারা’ পয়লা দিনে ২১ কোটির ব্যবসা করতে পেরেছিল। সিনেমা বিশেষজ্ঞেরা ভেবেছিলেন, প্রথম দিনে রণবীরের ছবি টেনেটুনে হয়তো ২০ কোটির সংখ্যা ছুঁতে পারবে। কিন্তু ‘ধুরন্ধর’ রণবীরের কেরিয়ারের অন্যতম বড় ছবি হয়ে রইল। এ দিকে, গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ভিকি কৌশলের ‘ছাওয়া’ প্রথমে দিনে আয় করেছিল প্রায় ৩১ কোটি, যা বাকি দু’টি ছবির থেকে অনেকটাই বেশি। তবে এ বছর প্রথম দিন বক্স অফিসে ছক্কা হাঁকায় ‘কান্তার: চ্যাপটার ওয়ান’। অক্টোবরে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিন আয় করেছিল ৬০ কোটি টাকা। তবে রণবীর অবশ্য ‘ধুরন্ধর’-এর মাধ্যমে নিজের পুরনো সব নজির ভেঙে দিয়েছেন।
রণবীরের কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে, ২০২৫ এর আগে পর্যন্ত তাঁর কেরিয়ারের সফলতম ছবি ‘পদ্মাবত’। মক্তি পেয়েছিল ২০১৮ সালে, যেটি প্রথম দিনে আয় করে ১৯ কোটি। মাঝে অবশ্য বেশ কিছু ছবি করেন। সেগুলি একেবারেই ব্যর্থ বক্স অফিসে। ব্যতিক্রম কেবলমাত্র ‘সিম্বা’। তার পর ২০২৩ সালে মুক্তি পায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। প্রথম দিনে ছবিটি আয় করে প্রায় ১১ কোটি। যদিও সেই ছবিতে অনেকেটা ভার ছিল আলিয়া ভট্টের কাঁধেও। এ ছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, শাবানা আজ়মির মতো অভিনেতা-অভিনেত্রীরা।
তবে ‘পদ্মাবত’-এর পর থেকে মাঝের কয়েকটা বছর আশানরূপ সাফল্যের মুখ দেখেননি অভিনেতা। ‘ধুরন্ধর’-এর হাত ধরে সেই খরা কাটল তাঁর।