তাঁর সঙ্গীতের সুর ও ছন্দে মাতোয়ারা হয়ে দেশবাসী বলেছেন ‘জয় হো’। কখনও ইমতিয়াজ আলির ‘রকস্টার’। কখনও আবার সাত সমুদ্দুর পেরিয়ে ড্যানি বয়েলের ছবির সুরকার তিনি। এ বার নতুন এক কাজে হাত দিয়েছেন আল্লাহ রাখা রহমান। ফিল্মমেকিংয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর। ছবির নাম ‘লে মাস্ক’। গন্ধের অনুভূতি কী রকম হতে পারে তা নিয়েই তৈরি হয়েছে ভার্চুয়াল রিয়েলিস্টিক এই ছবি।
সম্প্রতি এক ভার্চুয়াল রিয়েলিস্টিক ছবি তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় সিনেমায়। ইতিহাস সৃষ্টি করা সেই ‘বাহুবলী’র সঙ্গে কি টক্কর দিতে তৈরি হচ্ছে ‘লে মাস্ক’? সে রকম যে কোনও সম্ভাবনা নেই তা মেনে নিয়েছেন খোদ রহমান। অস্কার বিজয়ী এই সুরকার বলছেন, “বাহুবলীর মতো জব্বর ছবি তৈরি করতে চাই না। আমাদের হাতে তো ওই রকম ছবি তৈরি করার মতো জব্বর পরিচালক নেই। প্লাস আমার কাছে ২০০ কোটি টাকাও নেই।”