হালকা গোলাপি শার্টের নীচে সাদা টি-শার্ট। সপ্তাহান্তে মুম্বইয়ের জুহু সৈকতে টপাটপ ফুচকা মুখে পুরছেন আমির খান। মুখে তৃপ্তির হাসি। হাত নেড়ে কী যেন বলছেন বিক্রেতাকে। সমুদ্র-বাতাসের গর্জনে কথা শোনা না গেলেও ফুচকা যে অতি উত্তম, সেটুকু আমিরের অভিব্যক্তিতেই দিব্যি স্পষ্ট। ফুচকা বিক্রেতা খুশি হয়ে আরও একটা ফুচকা চাপিয়ে দিলেন তাঁর হাতে ধরা কাগজের বাটিতে!
আরব সাগরের তীরে সন্ধেবেলার সুন্দর এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন এক ভক্ত। 'লাল সিং চড্ডা'-র ঝলক মুক্তির আগে আমিরের ফুচকা খাওয়ার ভিডিয়োও নিমেষে ভাইরাল।