Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘অ্যায় দিল’ দেখে কী বললেন আমির?

সংবাদ সংস্থা
৩০ অক্টোবর ২০১৬ ১৫:৫৬

বিতর্কের ঝড় কাটিয়ে ‘অ্যায় দিল…’ এর মুশকিল আসান হওয়ার পরই সিনেমাপ্রেমী থেকে শুরু করে সমালোচকদেরও মন জয় করে নিয়েছেন কর্ণ জোহর। মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। ছবিটি দেখতে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানও। তিনি খুবই আপ্লুত। কর্ণের কাজের প্রশংসা করে তিনি টুইট করেন, “অ্যায় দিল…দেখে এলাম। দারুণ ছবি। কর্ণ একেবারে ছক্কা হাঁকিয়েছেন।” কর্ণের পাশাপাশি রণবীর কপূরের অভিনয়ের প্রশংসা করেন আমির। বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে রণবীর এক জন তা-ও বলেন তিনি। এই ছবিটা যে অবশ্যই দেখা দরকার সে কথাও জানান আমির।

আরও পড়ুন: ‘অ্যায় দিল’ বনাম ‘শিবায়’। বক্স অফিসে কে করল বাজিমাত?

Advertisement

আরও পড়ুন

Advertisement