Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ জানুয়ারি ২০২২ ই-পেপার

ডেটে গেল আব্রাম! সঙ্গে কে?

নিজস্ব প্রতিবেদন
২৯ ডিসেম্বর ২০১৭ ১৫:১৯
আব্রাম এবং সামায়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আব্রাম এবং সামায়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ঠিকই পড়ছেন। ‘ডেট’-ই বটে। আব্রামের ডেট। তবে শাহরুখের ছেলের এ হল প্লে-ডেট।

বয়স মাত্র চার। কিন্তু এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকে শাহরুখ এবং গৌরী খানের ছোট ছেলে। এ বার তার সঙ্গে অন্য এক স্টার কিডের ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল হল।

বম্বে টাইমসের খবর অনুযায়ী, আব্রামের সঙ্গে ওই স্টারকিড হল গায়িকা তথা অভিনেত্রী রাজেশ্বরীর মেয়ে সামায়া। এই দুই স্টারকিডের খেলার ছবি এখন ভাইরাল।

Advertisement

আরও পড়ুন, ঘুমন্ত তৈমুরকে নিয়ে দেশ ছাড়লেন সইফ-করিনা?

লন্ডনবাসী রাজেশ্বরী সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বইতে বাবা-মায়ের কাছে এসেছেন। তিনি গৌরীর দীর্ঘদিনের বন্ধু। নিমন্ত্রণ রক্ষা করতে মন্নতে গিয়েছিলেন। সেখানেই এই দুই খুদের ‘প্লে-ডেট’-এর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন, দেবকে কী ভাবে জন্মদিনের উইশ করলেন রুক্মিণী?

জানা গিয়েছে, খেলার পাশাপাশি এক সঙ্গে নেচেওছে সামায়া এবং আব্রাম। ফিরে যাওয়ার সময় সামায়ার নাকি বেশ মনখারাপ হয়। রাজেশ্বরী সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আব্রামের মাত্র চার বছর বয়স। কিন্তু ওর কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। ভাষার ওপর খুব সুন্দর দখল তৈরি হয়েছে। আর এর কৃতিত্ব আমি গৌরীকেই দিতে চাই।’

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ・・・ 😍 • • • • • • • • ♥ (_)

・・・ 😍 • • • • • • • • ♥

(_)


বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ・・・ 😍 • • • • • • • • ♥

আরও পড়ুন

Advertisement