আমির খান ও কিরণ রাও। ছবি: ফেসবুকে আমিরের ফ্যান পেজের সৌজন্যে।
সোয়াইন ফ্লু-তে আক্রান্ত আমির খান এবং তাঁর স্ত্রী কিরণ রাও। গত কয়েক দিন ধরেই এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছেন খান-দম্পতি।
মুম্বইয়ে বেশ কয়েক দিন ধরেই বহু মানুষ ডেঙ্গু ও সোয়াইন ফ্লুয়ের কবলে পড়ছেন। বাদ গেলেন না আমির-কিরণও। আগামী সাত দিন তাঁরা বাড়ি থেকে না বেরনোরই পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন, দিলীপকুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
অসুস্থতা যে ভাল রকমেরই, তা বোঝা গেল রবিবার ‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ ২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির দম্পতি না আসায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। পাশেই বসেছিলেন স্ত্রী কিরণ। আমির-কিরণের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ই এই সত্যমেব জয়তের অনুষ্ঠানের আয়োজক। ভিডিওতে আমির জানান, ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে সে জন্যই ওই অনুষ্ঠানে যাননি তাঁরা। সে কারণে মন ভাল নেই আমিরের। তবে তাঁর হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীর্ঘ দিনের বন্ধু শাহরুখ খান।
" " (_)
#WATCH Pune: Aamir Khan says "have contracted Swine Flu and are skipping the event so that others do not contract the same". pic.twitter.com/xIa4keG2Mz
— ANI (@ANI) August 6, 2017
(_)
আরও পড়ুন, ফ্রেন্ডশিপ ডে-তে কাজলকে ভুলেই গেলেন কর্ণ!
ওয়াটার কাপে অংশগ্রহণকারী সব গ্রামকে শুভেচ্ছা জানান খান দম্পতি। অনুষ্ঠানে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, রিলায়্যান্স-মালকিন নীতা অম্বানী।