৫০ লক্ষ টাকার চেক বাউন্সের অভিযোগ। সেই অভিযোগে দু’বছরের জন্য জেল হল বলিউড অভিনেত্রী অলকা কৌশলের। তাঁর সঙ্গে জেল হয়েছে অভিনেত্রীর মা সুশীলা বাদোলাকরেরও। সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’-এ করিনা কপূরের মা এবং ‘কুইন’ ছবিতে কঙ্গনার মায়ের ভূমিকায় নজর কেড়েছিলেন অলকা কৌশল।
অলকার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেছেন পঞ্জাবের লঙ্গরিয়ান গ্রামের অবতার সিংহ নামে এক ফুলচাষী। অভিযোগকারীর আইনজীবীর দাবি, একটি টিভি সিরিয়াল করার জন্য অলকা কৌশল ও তাঁর মা তাঁর মক্কেলের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ধার করেছিলেন। একটি শুটিংয়ের সময় অলকার সঙ্গে পরিচয় হয়েছিল অভিযোগকারীর। টাকা ফেরত দিতে কৌশল দু’টি ২৫ লক্ষের চেক দিয়েছিলেন অবতার সিংহকে। সেই চেক দু’টিই বাউন্স করে বলে অভিযোগ। এরপরই, অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক তছরুপ ও চুরির মামলা দায়ের করা হয়।