‘কাকাবাবু’ ফিরছেন, কিন্তু ‘সন্তু’ বদলে যাচ্ছে। ‘বিজয়নগরের হীরে’ ছবির আনুষ্ঠানিক ঘোষণার পর চমকেছে টলিউড ইন্ডাস্ট্রি। যেমন চমকেছিল, সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’ পরিচালনা না করার সিদ্ধান্তে। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, নতুন ছবিতে নতুন ‘সন্তু’ অর্ঘ্য বসু রায় থাকছেন না। ফিরছেন চেনা ‘সন্তু’ আরিয়ান ভৌমিক। শুধু ‘সন্তু’ হয়েই ফেরা নয়, আরিয়ানের একই সঙ্গে ঘর ওয়াপসি ছোট পর্দাতেও। সান বাংলায় ১৭ মার্চ থেকে প্রতি দিন রাত ৮টায় দেখানো হবে নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌমা’। ভ্লগারদের জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিকে নায়কের চরিত্রে আরিয়ানের দেখা মিলবে।
‘বিজয়নগরের হীরে’র মহরতের দিন কি মন খারাপ হয়েছিল আরিয়ানের? তাঁর জায়গায় ‘দাবাড়ু’-খ্যাত অর্ঘ্য। অথচ, বাঙালি বড় পর্দায় ‘সন্তু’ বলতে আরিয়ানকেই চেনে, প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। রাতঘড়িতে সময় তখন সাড়ে ১১টা। সদ্য ধারাবাহিকের শুটিং সেরে ফিরেছেন। ৮ মার্চ ছবির শুটিংয়ের জন্য হাম্পিতে উড়ে যাবেন তিনি। ফিরবেন ১৭ মার্চ। তাই বাড়তি পর্বের শুটিং চলছে। তার পরেও আরিয়ানের গলায় ক্লান্তি নেই! বললেন, “‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিংয়ের সময়েই ঠিক হয়েছিল, আমি আর ‘সন্তু’র বয়সী থাকছি না। তাই আমাকে হয়তো বাদ দেওয়া হতে পারে। ফলে, মানসিক ভাবে প্রস্তুত ছিলাম।”
তাই অর্ঘ্যর নাম শোনার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এ-ও বলেছেন, শুটিংয়ের পর দু’জনে আড্ডায় বসবেন। ভাগ করে নেবেন একই চরিত্রে অভিনয়ের ভিন্ন অভিজ্ঞতা।
কিন্তু তাঁর ভাগ্যে যে ‘সন্তু’ চরিত্রে অভিনয় লেখা! খোদ ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা একাধিক বার আলোচনা করেন। আরিয়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি, এক গুচ্ছ নতুন ছবি, সিরিজ়ের নাম ঘোষণার সময় আনুষ্ঠানিক ভাবে প্রসেনজিৎ জানান, আরিয়ান এই ছবিতেও তাঁর সহকারী ‘সন্তু’। আরিয়ানের কথায়, “কাকাবাবু তাঁর পুরনো সঙ্গীকে ফিরে পেয়ে খুব খুশি। ফিরতে পেরে আমারও ভীষণ ভাল লাগছে।” একই সঙ্গে দুটো মাধ্যমে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ছবি এবং ধারাবাহিকের দুই ভিন্ন প্রযোজককে। যাঁরা সহযোগিতা না করলে কোনও কিছুই সম্ভব হত না।
তাঁর একটাই আফসোস, পুরনো পরিচালকও যদি ফিরতেন! সৃজিতের হাত ধরে বড় পর্দায় ‘সন্তু’ হিসাবে পরিচিতি তাঁর। আরিয়ানের কথায়, “শিক্ষক বদলে গেলে যতটা মনখারাপ হয় ঠিক ততটাই হচ্ছে। পুরনো টিম অটুট থাকলে তার মজাই আলাদা।” পাশাপাশি তিনি প্রশংসা করেছেন ‘কাকাবাবু’র নতুন পরিচালক চন্দ্রাশিস রায়ের। জানিয়েছেন, তাঁকেও অভিনেতা বেশ কিছু বছর ধরে চেনেন। তাঁর কাজ, পরিচালনা সম্পর্কে ওয়াকিবহাল তিনি। পাশাপাশি, শুটিং শুরু করার আগে পরিচালক তাঁদের সকলকে নিয়ে আলোচনাও সেরে নিয়েছেন। সব মিলিয়ে তাই অভিনেতার মত, সবটাই ভাল হবে।
আরও পড়ুন:
এত ভাল-র মধ্যেও সামান্য খারাপ খবর, প্রেমিকা নন্দিনী দত্তের সঙ্গে আরিয়ানের বিচ্ছেদ। নন্দিনী স্টার জলসায় ‘দুই শালিক’ ধারাবাহিকের অন্যতম নায়িকা। বিচ্ছেদের ব্যথা ভুলতে এই পরিশ্রম ওষুধের মতোই কাজ করছে? জবাব দিতে বিলম্ব করেননি অভিনেতা। তাঁর যুক্তি, “একাধিক বার প্রেমে পড়েছি। বিচ্ছেদের ঘটনাও তাই নতুন নয়। এ সব আর নাড়া দেয় না। কারণ, আমাকে কাজ করতে হবে। এই অনুভূতি নিয়ে বসে থাকলে চলবে না। তা ছাড়া, কোনও কালেই প্রেমজীবন নিয়ে লুকোচুরি খেলিনি। আগামী দিনেও তাই-ই হবে।” একটু থেমে আরও যোগ করেছেন, “খারাপ সময় কিন্তু আমার কোনও দিনই যায়নি। গত বছর পুজোয় সৃজিতদার ছবি ‘টেক্কা’তে অভিনয় করেছি। একাধিক স্বাধীন ছবিতে কাজ করেছি। সিরিজ়ে দেখা গিয়েছে আমাকে। আমার কিছু ছবি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও দেখানো হয়েছে। সে সবের কেউ খোঁজ রাখেনি।” কেন খোঁজ রাখেনি তার যুক্তি দেখাতে গিয়ে অভিনেতার অনুযোগ, যে হেতু সব ক’টি কাজ বড় প্রযোজনা সংস্থার নয়, তাই সেগুলো নিয়ে কোনও প্রচার হয়নি।”