জলের অপচয় রুখতে ‘ফ্লো মিটার’ লাগাবে হাওড়া পুরসভা।
কলকাতার মতোই এ বার হোটেল, বাণিজ্যিক কেন্দ্র এবং শিল্প কারখানায় ‘ফ্লো মিটার’ লাগাবে হাওড়া পুরসভা। জনমোহিনী নীতির দিকে না গিয়ে তৃণমূল শাসিত হাওড়া পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, অতিরিক্ত জল ব্যবহার করলে এখন থেকে তার ‘দাম’ নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত থেকে বাদ রাখা হয়েছে গৃহস্থদের।
পুরকর্তাদের দাবি, পানীয় জল উত্পাদনে প্রচুর খরচ হয় পুরসভার। টাকা আসে বিভিন্ন রকম কর থেকে। তাই পুরসভার সিদ্ধান্ত, জল খরচের হিসেব রাখার ‘ফ্লো মিটার’ বসিয়ে রোজ পদ্মপুকুর জল প্রকল্প-সহ শহরের সমস্ত হোটেল, বাণিজ্যিক কেন্দ্র ও শিল্পকারখানায় নজরদারি শুরু হবে।