Advertisement
E-Paper

মাঝে চার বছরের ‘অদর্শন’! ফের শরীফুল রাজের জীবনে বিদ্যা সিনহা মিম, জুটির রসায়ন এখনও অটুট?

রাজ-বিদ্যার রসায়নের গুঞ্জন প্রথম ছড়িয়েছিল ২০২২ সালে। পরীমণিও সেই সময়ে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন সমাজমাধ্যমে। তার পর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭
নতুন ছবিতে আবার জুটিতে বিদ্যা সিনহা সাহা মিম, শরীফুল রাজ।

নতুন ছবিতে আবার জুটিতে বিদ্যা সিনহা সাহা মিম, শরীফুল রাজ। ছবি: ফেসবুক।

হোক বছর চারেকের ব্যবধান! তবু নাকি শরীফুল রাজ-বিদ্যা সিনহা সাহা মিমের রসায়ন অটুট। এমনই গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। শোনা যাচ্ছে, আবার তাঁরা একজোট হচ্ছেন।

শরীফুল-বিদ্যা যে একজোট হচ্ছেন, সে খবর মিথ্যে নয়। খবর, চার বছরের দূরত্ব মুছে ফের তাঁরা বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন। সব ঠিক থাকলে ও পার বাংলার সরকারি অনুদানে তৈরি ছবি ‘জীবন অপেরা’র নায়িক-নায়িকা তাঁরা। এই আভাস প্রথম দিয়েছেন বিদ্যা নিজেই। তিনি দিন দুই আগে একটি ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। বিবরণীতে লেখা ‘পরের কাজ আসছে’। বিদ্যার গা ঘেঁষে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে এক পুরুষ। পরনে কালো জ্যাকেট, টুপি। নিমেষে অভিনেত্রীর পোস্ট ভাইরাল। মন্তব্য বিভাগে অধিকাংশ জনের বক্তব্য, “এই কেতাদুরস্ত পুরুষটি শরীফুল রাজ ছাড়া আর কেউ নন।”

শরীফুল-বিদ্যা প্রথম জুটি বেঁধেছিলেন রায়হান রাফীর ‘পরাণ’ ছবিতে। শুটিং করতে করতেই নাকি পারস্পরিক অনুভূতির আদানপ্রদান। রসায়ন নাকি পর্দা ছাপিয়ে বাস্তবেও ছায়া ফেলেছিল। তা-ই নিয়ে কম আলোচনা হয়নি দুই বাংলায়। সেই সময়ে পরীমণির সঙ্গে তুমুল দাম্পত্যকলহ চলছে রাজের। এই আলোচনা নতুন করে ইন্ধন জুগিয়েছিল সে সময়ে। পরীমণিও সেই সময়ে সমাজমাধ্যমে কখনও সরাসরি, কখনও পরোক্ষ ভাবে রাজ-বিদ্যার সম্পর্ক নিয়ে নানা কথা বলেছেন। কখনও সরাসরি বিদ্যার সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন। ফলে, বাংলাদেশের বিনোদনদুনিয়া বিশ্বাস করতে শুরু করেছিল, রাজ আর বিদ্যা বুঝি সত্যিই পরস্পরের প্রতি আকৃষ্ট।

এই গুঞ্জনের ধাক্কায় ‘পরাণ’ হিট। রাজ-বিদ্যা কিন্তু আর জুটিতে বড়পর্দায় ফেরেননি।

খবর, ‘জীবন অপেরা’য় তাঁদের ফেরাচ্ছেন লেখক-পরিচালক আলভী আহমেদ। একই নামে তাঁর একটি উপন্যাস রয়েছে। সেই উপন্যাসকে অবলম্বন করে ছবিটি বানাতে চলেছেন। ছবিতে দেখানো হবে সমান্তরাল ভাবে এগিয়ে চলা এক ব্যক্তির দুই জীবন। এক জীবনে যিনি ব্যর্থ প্রেমিক, অন্য জীবনে তাঁরই সুখী দাম্পত্য। এই পুরুষ এবং নারী রফিক আর শারমিন। এই দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।

পরিচালক আলভী ও পার বাংলার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ ও মিম— দু’জনের সঙ্গেই চুক্তিস্বাক্ষর হয়েছে। সব ঠিক থাকলে ইদ-উল-ফিতরের পর শুটিং শুরু হবে। বিষয়টি নিয়ে দুই অভিনেতা অবশ্য সে ভাবে মুখ খোলেননি। তাঁদের মতে, বিষয়টি এখনও আলোচনার স্তরে। এই দুই অভিনেতার সঙ্গে দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরানকে।

Bidya Sinha Saha Mim Shariful Raaz Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy