রক্তের সম্পর্কই যে সব নয়, নিজের অভিজ্ঞতা দিয়ে সেটা বেশ বুঝেছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। প্রতি বছর ভাইফোঁটা এলে আরও বেশি করে এ কথা মনে হয় তাঁর। অভিনেত্রী মানালি দে তাঁর নিজের বোন নন। কিন্তু সময়ের সঙ্গে এক অন্যরকম বন্ধন তৈরি হয়েছে তাঁদের।
‘বউ কথা কও’ ধারাবাহিকের সময় থেকে মানালির সঙ্গে আলাপ। শুভ্রজিৎ বলেন, “সব সম্পর্ক ওই ভাবে বাঁধা যায় না। মানালি যে কী ভাবে বোন হয়ে গেল, বলা মুশকিল। আমি অধিকাংশ সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। জানি, বোন আছে তো।” এমন একটা বছরও হয়নি যে তাঁরা ভাইফোঁটা মিস্ করেছেন। শুভ্রজিৎ যোগ করেন, “গাড়িতে বসেও ফোঁটা নিয়েছি। এক বার তো সপরিবারে বেড়াতে গিয়েছিলাম, ফোঁটার আগের দিন আমি একা ফ্লাইট ধরে চলে এসেছিলাম।”
যৌথ পরিবারে বড় হয়েছেন শুভ্রজিৎ। কাকার মেয়েরাও আছে। অভিনেতা বলেন, “বাড়ির বোনেদের থেকে ফোঁটা পেয়েছি, এমন খুব একটা মনে পড়ছে না। কিন্তু মানালি কোনও বছর মিস্ করেনি। ও খুব বুদ্ধিমতী মেয়ে। আমাকে অনেক ক্ষেত্রে গাইড করে। আমি তো শুটিং ফ্লোরে গিয়েও ফোঁটা নিয়েছি।” এই বছরও একই ভাবে ভাইফোঁটা পালন করবেন শুভ্রজিৎ এবং মানালি। কী উপহার দেবেন আদরের বোনকে? শুভ্রজিৎ বলেন, “নিজের বোন তো। অত পরিকল্পনা করি না।” তবে বোনের থেকে অনেক প্রয়োজনীয় জিনিস উপহার পেয়েছেন বলে জানিয়েছেন শুভ্রজিৎ।