Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Entertainment news

হলিউডে সাধের ভিলা বিক্রি করছেন উদয় চোপড়া

তারপর তাঁর নাম আর শোনা যায়নি। ফের একবার তাঁর নাম সামনে উঠে এল। তবে অভিনয়ের জন্য নয়। সৌজন্যে এ বার তাঁর একটি ভিলা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১৪:৪৯
Share: Save:
০১ ০৬
বলিউডে খুব একটা দাগ কাটতে পারেননি অভিনেতা উদয় চোপড়া। ‘ধুম ২’-তে শেষ অভিনয় করেছিলেন তিনি। তারপর তাঁর নাম আর শোনা যায়নি। ফের একবার তাঁর নাম সামনে উঠে এল। তবে অভিনয়ের জন্য নয়। সৌজন্যে এ বার তাঁর একটি ভিলা।

বলিউডে খুব একটা দাগ কাটতে পারেননি অভিনেতা উদয় চোপড়া। ‘ধুম ২’-তে শেষ অভিনয় করেছিলেন তিনি। তারপর তাঁর নাম আর শোনা যায়নি। ফের একবার তাঁর নাম সামনে উঠে এল। তবে অভিনয়ের জন্য নয়। সৌজন্যে এ বার তাঁর একটি ভিলা।

০২ ০৬
২০১৩ সালে আমেরিকায় শিফট করেন উদয়। ২০১৬ সালে হলিউড হিলসে একটি ভিলা কেনেন। লস অ্যাঞ্জেলস-এ সান্তা মনিকা পর্বতের একটা অংশ হলিউড হিলস নামে পরিচিত। তারপর থেকে এই ভিলাতেই থাকতে শুরু করেন উদয়।

২০১৩ সালে আমেরিকায় শিফট করেন উদয়। ২০১৬ সালে হলিউড হিলসে একটি ভিলা কেনেন। লস অ্যাঞ্জেলস-এ সান্তা মনিকা পর্বতের একটা অংশ হলিউড হিলস নামে পরিচিত। তারপর থেকে এই ভিলাতেই থাকতে শুরু করেন উদয়।

০৩ ০৬
কেনার পর উদয় এই ভিলাটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন। ভিলাটির ৪টে বেডরুম আছে। ৪টে বেডরুমের মধ্যে একটা মাস্টার বেডরুম। যার সঙ্গে যুক্ত একটি ব্যালকনি।

কেনার পর উদয় এই ভিলাটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন। ভিলাটির ৪টে বেডরুম আছে। ৪টে বেডরুমের মধ্যে একটা মাস্টার বেডরুম। যার সঙ্গে যুক্ত একটি ব্যালকনি।

০৪ ০৬
একটি সেন্টার আইল্যান্ড কিচেন এবং একটা বসার জায়গাও আছে। আর বসার জায়গার পাশেই আছে একটি সল্ট ওয়াটার পুল এবং স্পা।

একটি সেন্টার আইল্যান্ড কিচেন এবং একটা বসার জায়গাও আছে। আর বসার জায়গার পাশেই আছে একটি সল্ট ওয়াটার পুল এবং স্পা।

০৫ ০৬
সম্প্রতি সেই সাধের ভিলাটিই বিক্রি করে দিতে চলেছেন তিনি। উদয় ভিলাটি কিনেছিলেন ২০ কোটি ৪২ লক্ষ টাকায়। আর বিক্রি করতে চলেছেন ২৫ কোটি ৪৭ লক্ষ টাকায়।

সম্প্রতি সেই সাধের ভিলাটিই বিক্রি করে দিতে চলেছেন তিনি। উদয় ভিলাটি কিনেছিলেন ২০ কোটি ৪২ লক্ষ টাকায়। আর বিক্রি করতে চলেছেন ২৫ কোটি ৪৭ লক্ষ টাকায়।

০৬ ০৬
কিন্তু কেন মাত্র দু’বছরের মধ্যেই সাধের ভিলা বিক্রি করতে চান উদয়? সে প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।

কিন্তু কেন মাত্র দু’বছরের মধ্যেই সাধের ভিলা বিক্রি করতে চান উদয়? সে প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE