Advertisement
E-Paper

‘পেটে বাচ্চা নিয়ে...’, ন’মাসের অন্তঃসত্ত্বা অহনার ভিডিয়ো দেখে তুলকালাম কাণ্ড!

আর কিছু দিন পরেই পরিবারে আসবে নতুন সদস্য। অপেক্ষার প্রহর গুনছেন অভিনেত্রী অহনা দত্ত। এরই মধ্যে ছড়িয়ে প়ড়ল নায়িকার রিল ভিডিয়ো।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৮:১৬
Actress Ahona Dutta got criticized for posting a reel video

আবার কী কাণ্ড ঘটালেন অহনা? ছবি: সংগৃহীত।

একের পর এক রিল ভিডিয়ো পোস্ট করেই চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। কিছু দিন আগে তাঁর মাতৃত্বকালীন ছবি নিয়ে নানা মন্তব্য ধেয়ে এসেছিল। এ বার অহনার কাণ্ড দেখে চিন্তিত হয়ে পড়লেন তাঁর অনুরাগীরা। এখন শুটিং থেকে অনেকই দূরে অহনা। ছুটিতে রয়েছেন তিনি। আর কিছু দিন পরেই আসবে নতুন সদস্য। কিন্তু এই অবসর সময় কী ভাবে কাটাবেন তিনি? ইদানীং তাই সমাজমাধ্যমের পাতায় খুবই সক্রিয় অভিনেত্রী। কখনও মেহন্দি পরার ভিডিয়ো পোস্ট করছেন, কখনও আবার পোস্ট করছেন নিজের রান্না করার ভিডিয়ো।

সম্প্রতি একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে চুটিয়ে নাচছেন। সেই দৃশ্য দেখেই ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য। অভিনেত্রীকে এত ‘লম্ফঝম্প’ করতে দেখে এক অনুসরণকারী মন্তব্য করেছেন, “পেটে বাচ্চা নিয়ে এ সব করতে হয় না। একটু ভবিষ্যতের কথা চিন্তা করুন।”

যদিও কারও কথাকেই গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী। অহনার কথায়, তিনি ভিতর থেকে অনেক বেশি সতেজ অনুভব করছেন। কোনও অসুবিধাই বুঝতে পারছেন না। তাই নিজেকে কোনও গণ্ডিতে আবদ্ধ রাখতে একেবারেই ইচ্ছুক নন অহনা। কিছু দিন আগে তাঁর উন্মুক্ত স্ফীতোদর নিয়েও বিপুল সমালোচনা হয়েছিল। প্রকাশ্যে অভিনেত্রীকে আক্রমণ করেছিলেন অনুরাগীরা। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেছিলেন, “আবার প্রমাণ পেলাম মেয়েরা মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও রয়েছে। কিন্তু ওকে তো কাজে যেতে হয়।”

মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শাশুড়ি মা গত হয়েছেন। ফলে পরিবারে এখন অহনা, তাঁর স্বামী দীপঙ্কর এবং শ্বশুরমশাই। সুতরাং দিনের অর্ধেকটা একাই কাটাতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে দর্শকের মন্তব্যে অত্যন্ত বিরক্ত অহনা।

Ahona Dutta Pregnant Celeb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy