মা হওয়ার সুখবর অনেক দিন আগেই শুনিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তাঁকে এখনও ‘মিশকা’ নামেই চেনেন দর্শক। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয়যাত্রার শুরু ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে৷ প্রথম মেগাতেই হিট। তাঁকে পর্দায় যতটা ভালবাসা দিয়েছেন দর্শক, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছে তত কাটাছেঁড়া। সহকর্মী দীপঙ্কর দে-এর সঙ্গে প্রেম, তার পর চুপিসারে বিয়ে। হঠাৎই সন্তান আসার সুখবর শোনান তিনি৷ তার পর থেকে খুব একটা বাইরে বেরোচ্ছিলেন না অহনা। তবে সম্প্রতি বান্ধবী স্বস্তিকা দত্তর অনুরোধে তাঁর বাড়ির পুজোয় গিয়েছিলেন অভিনেত্রী। রোজ দেখা না হলেও নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। অহনা বললেন, “আমি খুব বেশি বাইরে ঘুরতে ভালবাসি না। নিজের বৃত্তে থাকতে পছন্দ করি। এখন বেরোতে অসুবিধাও হয়। তাই বাড়িতে থাকতেই ভাল লাগছে এখন।”
আরও পড়ুন:
অনেক দিন পর বান্ধবীর বাড়ি গিয়েছিলেন অহনা। তাঁর কথায়, “সে দিন মা আমাদের টেনেছিল বলেই হয় তো গিয়েছিলাম। রাত ১০টায় তাই জবার মালাও পেয়ে গিয়েছিলাম।” মা কালীর কাছে কী চাইলেন অভিনেত্রী? অহনা জানিয়েছেন, তাঁর একটাই প্রার্থনা সবাই যেন ভাল থাকে। সবার সব কিছু ভাল হোক। এখন বাড়িতে নিজের দুই পোষ্যের সঙ্গেই বেশি সময়টা কাটাচ্ছেন অভিনেত্রী। মাঝে কিছুই খেতে পাচ্ছিলেন না। এখন অবশ্য তেমন পরিস্থিতি নয়। নিজের ইচ্ছামতো খাবার খেতে পারছেন। স্বামী সকাল সকালই শুটিংয়ে চলে যান। ফলে সারাদিন একা একাই সময় কাটাতে হচ্ছে তাঁকে। অগস্ট মাসের প্রথম সপ্তাহেই আসবে নতুন সদস্য।