বলিউডের লারা দত্ত থেকে টলিউড পরিচালক রাজ চক্রবর্তী—‘ডেটিং অ্যাপ’-এ ভুয়ো প্রোফাইল হওয়ায় ভুক্তোভোগী তাঁরা। সেই তালিকায় এ বার জুড়ল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের নামও। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি স্টোরি দিয়েছিলেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রী স্পষ্ট লেখেন, “আমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।” এই ঘটনায় কিছুটা আতঙ্কিত অভিনেত্রী। তাঁর আশঙ্কা, ওই প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথা বলাও হয়েছে। যদি সেই ব্যক্তি ভেবে বসেন, অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে কথা বলছেন, সেটাই চিন্তার কারণ। জানাচ্ছেন নায়িকা। তাই অভিনেত্রী লেখেন, “কোনও দিনই আমার ডেটিং অ্যাপে কোনও প্রোফাইল ছিল না। আর বয়সও পেরিয়ে গিয়েছে। কোনও দিনই এই ধরনের অ্যাপে আমার প্রোফাইল ছিল না।”
যদিও এই ধরনের অ্যাপের মাধ্যমে অনেকেই তাঁদের মনের মানুষ খুঁজে পেয়েছেন। অভিনেত্রী যোগ করেন, “আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না। কিন্তু এ সবে আমার কোনও আগ্রহ নেই। তাই যদি কেউ আমার নামে কোনও প্রোফাইলের (সংশ্লিষ্ট ব্যক্তির) সঙ্গে কথা বলে থাকেন তা হলে তা একেবারে ভুয়ো।” সকলকে সাবধান করতেই এই পোস্ট করেন নায়িকা।
এই মুহূর্তে অভিনেত্রী তাইল্যান্ডে ঘুরছেন। সেখান থেকে নানা ধরনের ছবি পোস্ট করছেন। বন্ধু অদৃজা রায়ের সঙ্গে নানা ছবি ভাগ করে নিচ্ছেন তিনি। কিছু দিন আগেই তিনি জানিয়েছিলেন কয়েকমাস হয়ে গেল নিরামিষ খাবারই খাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কাউকে অনুসরণ করে মাছ-মাংস খাওয়া ছেড়েছি, এমনটা নয়। কোনও আধ্যাত্মিক কারণও নেই। আমার সত্যিই আর ইচ্ছা করে না এ সব খাবার খেতে। চার মাসের বেশি হয়ে গেল খাচ্ছি না। ছোটবেলা থেকে কোনও দিনই পাঁঠার মাংস খেতে ভালবাসি না। মাছও খুব খেতাম না।”