বিচ্ছেদের পর থেকে একাধিক বার আঙুল উঠেছে ধনশ্রী বর্মার দিকে। অভিযোগ ছিল, তিনি নাকি প্রাক্তন স্বামী যুজ়বেন্দ্র চহলকে প্রতারণা করেছেন। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ধনশ্রী। অভিনেত্রীর দাবি, তিনি মুখ খুললে সমস্যায় পড়বেন চহলই।
বর্তমানে ‘রাইস অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানের অংশ ধনশ্রী। ‘বিগ বস্’-এর আদলে তৈরি এই অনুষ্ঠান। সেখানেই তিনি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নেতিবাচক প্রচার চালানো হয়েছে। সম্পর্কের প্রতারণার কথা উঠতেই ধনশ্রী বলেন, “ইচ্ছে করে আমার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। যত ভুলভাল কথা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি! তাই আগে থেকেই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করে।”
ধনশ্রী হুঁশিয়ারির সুরে জানান, তিনি মুখ খুললেন সমস্ত ধারণা বদলে যাবে। ‘রাইস অ্যান্ড ফল’ অনুষ্ঠানের আর এক প্রতিযোগী আরবাজ় জানান, তিনি যুজ়বেন্দ্র চহলের বর্তমান প্রেমিকাকে চেনেন। চর্চিত প্রেমিকা রেডিয়ো জকি মহবশের কথাও বলেন তিনি। তবে এই প্রসঙ্গে কিছু বলেননি ধনশ্রী।
আরও পড়ুন:
২০২০ সালে বিয়ে করেছিলেন ধনশ্রী ও চহল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দু’জনের সম্মতিতে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
উল্লেখ্য, বিবাহবিচ্ছেদের পরে চহল ও ধনশ্রী পরস্পরকে নানা সময়ে খোঁচা দিয়েছেন। চহলের ভক্তেরা সমাজমাধ্যমে প্রায়ই চড়াও হন ধনশ্রীর উপর। কিন্তু নিজেদের মধ্যে নাকি সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানান ধনশ্রী। তিনি বলেছিলেন, “মেসেজে যুজ়ির সঙ্গে প্রায়ই কথা হয়। ও আমাকে মা বলে ডাকত। ও খুবই মিষ্টি।”