গায়ের সঙ্গে চাপা পোশাক পরায় কটাক্ষের শিকার হয়েছেন কাজল। সমাজমাধ্যমে সেই কালো রঙের পোশাকে কাজলের ছবি ভাইরাল, যার জেরে ক্রমশ বাক্যবাণে বিদ্ধ হচ্ছেন তিনি। এই ঘটনা দেখে এ বার ছবিশিকারিদের উপরে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী মিনি মাথুর।
সম্প্রতি ওয়েব সিরিজ় ‘ট্রায়াল’-এর প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল। কালো রঙের একটি চাপা ‘বডিকন’ পোশাক পরেছিলেন তিনি। অনুষ্ঠানে স্বাভাবিক কারণেই ছিলেন ছবিশিকারিরাও। তাঁরা নানা অ্যাঙ্গল থেকে কাজলের দিকে ক্যামেরা তাক করেছিলেন। কয়েক বার খুব কাছ থেকে বা ‘জ়ুম’ করে কাজলের ছবি তোলেন তাঁরা। মিনি মাথুরের দাবি, ইচ্ছে করেই খুব কাছ থেকে ছবি তুলেছেন ছবিশিকারিরা। যার ফলে অভিনেত্রীর শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। সেই জন্যই তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে।
আরও পড়ুন:
‘মোটা হয়ে গিয়েছেন’, ‘অত্যন্ত ভারী চেহারা’, ‘অন্তঃসত্ত্বা মনে হচ্ছে’— এমন নানা কটাক্ষ ধেয়ে আসছে কাজলের দিকে। ছড়িয়ে পড়া একটি ভিডিয়োর মন্তব্য বিভাগে মিনি ছবিশিকারিদের উদ্দেশে লিখেছেন, “ওঁর শরীরের উপর এতটা জ়ুম আপনারা করলেন কী ভাবে? আপনাদের কাছে চিরযৌবনা হয়ে থাকার প্রতিজ্ঞা তো করেননি কাজল। তাই ওঁকে দেখতে কেমন লাগবে, সেটা বলে দেওয়ার অধিকার আপনাদের নেই।”
তবে এই বিতর্কে কান দেননি কাজল নিজে। বরং সেই অনুষ্ঠানে চাপা পোশাকটিও আত্মবিশ্বাসের সঙ্গে তিনি পরেছেন বলে দাবি করেন তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, ‘ট্রায়াল’ সিরিজ়ে কাজলের চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। পেশায় সে আইনজীবী। কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত।