অসম্ভব ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। কখনও হলিউড, কখনও বলিউড। কখনও অভিনয়, কখনও গান। কখনও প্রযোজনা। কাজের চাপে যেন পিং-পং বলের মতো অবস্থা অভিনেত্রীর। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন দেশি গার্ল। ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘আমার চোখ দিয়ে দেখুন, মুম্বই মেরি জান।’’ তার মানে ফের মুম্বই ফিরেছেন তিনি। কিন্তু হঠাৎ দেশে ফিরলেন? নেহাত ছুটি কাটাতে নাকি অন্য কিছু?