বুধবার ছেলের নাম প্রকাশ্যে এনেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ছেলের নাম রেখেছেন বিহান কৌশল। ছোট্ট বিহানকে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকারা। যদিও এই নামের নেপথ্যে রয়েছে ‘ধুরন্ধর’ ছবির পরিচালক আদিত্য ধরের অবদান। এ বার প্রিয় বন্ধু ভিকির উদ্দেশে এল আদিত্যের বার্তা।
ভিকির জনপ্রিয় ছবি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য। এই ছবিতে মেজর বিহান শেরগিলের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে পাল্টা ভারতীয় সেনার অভিযানের চিত্র উঠে এসেছিল এই ছবিতে। ভিকি এই ছবিতে অভিনয় করে বহুল প্রশংসিত হয়েছিলেন। এমনকি জাতীয় পুরস্কারও পান। তাই পুত্রেরও নাম রেখেছেন বিহান, এমনই মনে করছেন অনুরাগীরা। সেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন আদিত্য।
আদিত্য লেখেন, ‘‘ভিকি ও ক্যাটরিনা, অনেক শুভেচ্ছা তোমাদের। আমার ভিকু, পর্দায় ‘মেজর বিহান শেরগিল’-কে ফুটিয়ে তোলা থেকে বাস্তব জীবনে একরত্তি বিহানকে আগলে রাখা। জীবন যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। তোমাদের তিনজনের জন্য অনেক শুভেচ্ছা। তোমরা দু’জনে অসম্ভব ভাল বাবা-মা হবে।’’ ভিকি আগেও জানিয়েছিলেন, এই ছবি তাঁর জীবনে খুবই বিশেষ হয়ে থাকবে। এ বার ছেলের জীবনের সঙ্গেও যেন জুড়ে গেল এই ছবি।