
পারিবারিক ধারা ও ঐতিহ্য অনুসরণ করে পা রেখেছিলেন সঙ্গীত জগতে। প্লে-ব্যাক গায়ক হওয়ার থেকেও তাঁর আকর্ষণ ছিল সফল গানের কারিগর হওয়া। সাফল্যও পেয়েছিলেন মিউজিক অ্যারেঞ্জারের ভূমিকায়। আরও অনেক কিছু তাঁর কাছ থেকে পাবে বলে অপেক্ষায় ছিল বলিউড। সেই অপেক্ষা অনন্ত রেখে অকালে চলে গেলেন অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য।