Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পঁয়তাল্লিশ বছরে শিশুকন্যাকে দত্তক নিয়ে ছক ভাঙার সাক্ষী সিঙ্গল মাদার এই অভিনেত্রী

ভারতীয় বিনোদন দুনিয়ার সেই সব মুষ্টিমেয় নারীর মধ্যে‌ সাক্ষী একজন, যাঁরা সারাজীবন সিঙ্গল থাকার পরিকল্পনা করেছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৪
Share: Save:
০১ ১১
কলেজের পরে প্রস্তুতি চলছিল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য। সব পাল্টে গেল একটি অডিশনে। দূরদর্শনের ‘আলবেলা সুর মেলা’ অনুষ্ঠানের জন্য অডিশন দিয়েছিলেন। তারপর থেকেই চলার পথ পাল্টে গেল তরুণীর। কয়েক বছর পরে তিনিই ভারতীয় ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ, সাক্ষী তনওয়ার।  ( ছবি: সোশ্যাল মিডিয়া)

কলেজের পরে প্রস্তুতি চলছিল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য। সব পাল্টে গেল একটি অডিশনে। দূরদর্শনের ‘আলবেলা সুর মেলা’ অনুষ্ঠানের জন্য অডিশন দিয়েছিলেন। তারপর থেকেই চলার পথ পাল্টে গেল তরুণীর। কয়েক বছর পরে তিনিই ভারতীয় ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ, সাক্ষী তনওয়ার। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০২ ১১
সাক্ষীর জন্ম রাজস্থানের অলওয়ারে। ১৯৭৩ সালের ১২ জানুয়ারি। তাঁর বাবা রাজেন্দ্র তনওয়র ছিলেন সিবিআই-এর আধিকারিক। মা, গৃহবধূ।  ( ছবি: সোশ্যাল মিডিয়া)

সাক্ষীর জন্ম রাজস্থানের অলওয়ারে। ১৯৭৩ সালের ১২ জানুয়ারি। তাঁর বাবা রাজেন্দ্র তনওয়র ছিলেন সিবিআই-এর আধিকারিক। মা, গৃহবধূ। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৩ ১১
ভারতের বিভিন্ন শহরের কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে পড়াশোনা করেছেন সাক্ষী। তারপর দিল্লির লেডি শ্রীরাম কলেজ। প্রি ইউনিভার্সিটি কোর্সের পরে তিনি কিছুদিন পাঁচতারা হোটেলে ট্রেনি হিসেবে কাজও করেছেন।  ( ছবি: সোশ্যাল মিডিয়া)

ভারতের বিভিন্ন শহরের কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে পড়াশোনা করেছেন সাক্ষী। তারপর দিল্লির লেডি শ্রীরাম কলেজ। প্রি ইউনিভার্সিটি কোর্সের পরে তিনি কিছুদিন পাঁচতারা হোটেলে ট্রেনি হিসেবে কাজও করেছেন। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৪ ১১
১৯৯৮ সালে অডিশন দিয়ে দূরদর্শনের সঞ্চালিকা হিসেবে নিযুক্ত হন সাক্ষী। সঞ্চালনা করতেন সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘আলবেলা সুরমেলা’। এরপর সুযোগ পান একতা কপূরের ‘কহানি ঘর ঘর কি’ মেগা সিরিয়ালে।   ( ছবি: সোশ্যাল মিডিয়া)

১৯৯৮ সালে অডিশন দিয়ে দূরদর্শনের সঞ্চালিকা হিসেবে নিযুক্ত হন সাক্ষী। সঞ্চালনা করতেন সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘আলবেলা সুরমেলা’। এরপর সুযোগ পান একতা কপূরের ‘কহানি ঘর ঘর কি’ মেগা সিরিয়ালে। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৫ ১১
সিরিয়ালের নাম সার্থক হয়। সত্যি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে সাক্ষী পৌঁছে গিয়েছিলেন দেশের কোণায় কোণায়। হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘পার্বতী’। তাঁর নিজের নাম চাপা পড়ে মুখ্য হয়ে উঠেছিল চরিত্রের নাম, ‘পার্বতী’। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

সিরিয়ালের নাম সার্থক হয়। সত্যি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে সাক্ষী পৌঁছে গিয়েছিলেন দেশের কোণায় কোণায়। হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘পার্বতী’। তাঁর নিজের নাম চাপা পড়ে মুখ্য হয়ে উঠেছিল চরিত্রের নাম, ‘পার্বতী’। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৬ ১১
ভারতীয় বিনোদন দুনিয়ায় বহু আইকনিক সিরিয়ালের সঙ্গে জড়িয়ে আছে সাক্ষী তনওয়ারের নাম। ‘কুটুম্ব’, ‘দেবী’, ‘জসসি জ্যায়সি কোই নেহি’, ‘বালিকা বধূ’, ‘কহানি হামারে মহাভারত কি’, ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’, ‘বালিকা বধূ’-র মতো জনপ্রিয় সিরিয়ালে সাক্ষী অভিনয় করেছেন।  ( ছবি: সোশ্যাল মিডিয়া)

ভারতীয় বিনোদন দুনিয়ায় বহু আইকনিক সিরিয়ালের সঙ্গে জড়িয়ে আছে সাক্ষী তনওয়ারের নাম। ‘কুটুম্ব’, ‘দেবী’, ‘জসসি জ্যায়সি কোই নেহি’, ‘বালিকা বধূ’, ‘কহানি হামারে মহাভারত কি’, ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’, ‘বালিকা বধূ’-র মতো জনপ্রিয় সিরিয়ালে সাক্ষী অভিনয় করেছেন। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৭ ১১
টেলিভিশনে রিয়েলিটি শো-তেও সাক্ষী তনওয়ার জনপ্রিয় মুখ। ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’-এ সাক্ষীর অভিনয় অনবদ্য। মহাবীর ফোগতের ভূমিকায় আমির খানের পাশে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সাক্ষী। তিনি সেখানে মহাবীর ফোগতের স্ত্রী, দয়া কউর। এখন বিভিন্ন ওয়েবসিরিজেও কাজ করছেন সাক্ষী। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

টেলিভিশনে রিয়েলিটি শো-তেও সাক্ষী তনওয়ার জনপ্রিয় মুখ। ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’-এ সাক্ষীর অভিনয় অনবদ্য। মহাবীর ফোগতের ভূমিকায় আমির খানের পাশে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সাক্ষী। তিনি সেখানে মহাবীর ফোগতের স্ত্রী, দয়া কউর। এখন বিভিন্ন ওয়েবসিরিজেও কাজ করছেন সাক্ষী। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৮ ১১
ভারতীয় বিনোদন দুনিয়ার সেই সব মুষ্টিমেয় নারীর মধ্যে‌ সাক্ষী একজন, যাঁরা সারাজীবন সিঙ্গল থাকার পরিকল্পনা করেছেন। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

ভারতীয় বিনোদন দুনিয়ার সেই সব মুষ্টিমেয় নারীর মধ্যে‌ সাক্ষী একজন, যাঁরা সারাজীবন সিঙ্গল থাকার পরিকল্পনা করেছেন। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

০৯ ১১
গত বছর পঁয়তাল্লিশ বছর বয়সে পৌঁছে সাক্ষী দত্তক নিয়েছেন ৯ মাস বয়সি কন্যাশিশুকে। নাম দিয়েছেন ‘দিত্যা’। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

গত বছর পঁয়তাল্লিশ বছর বয়সে পৌঁছে সাক্ষী দত্তক নিয়েছেন ৯ মাস বয়সি কন্যাশিশুকে। নাম দিয়েছেন ‘দিত্যা’। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

১০ ১১
দেবী লক্ষ্মীর আর এক নাম ‘দিত্যা’। নিজের মেয়েকে মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করেন সাক্ষী।

দেবী লক্ষ্মীর আর এক নাম ‘দিত্যা’। নিজের মেয়েকে মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করেন সাক্ষী।

১১ ১১
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাবা, মা ও বন্ধুবান্ধবদের পূর্ণ সমর্থন আছে তাঁর দত্তক নেওয়ার সিদ্ধান্তে। তাঁর জীবনে দিত্যার আগমনই শ্রেষ্ঠ মুহূর্ত, বিশ্বাস সাক্ষীর। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাবা, মা ও বন্ধুবান্ধবদের পূর্ণ সমর্থন আছে তাঁর দত্তক নেওয়ার সিদ্ধান্তে। তাঁর জীবনে দিত্যার আগমনই শ্রেষ্ঠ মুহূর্ত, বিশ্বাস সাক্ষীর। ( ছবি: সোশ্যাল মিডিয়া)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE