মডেলিং থেকে বিনোদনদুনিয়ায় পা রেখেছিলেন আফতাব শিবদাসানী। রামগোপাল বর্মার ছবি ‘মস্ত’-এ তাঁর বিপরীতে নায়িকা ছিলেন ঊর্মিলা মাতোন্ডকর। ১৯৯৯ সালের ছবিটি ছিল সুপারহিট। তার পরের বছরেই বিক্রম ভট্টের পরিচালনায় ‘কসুর’ ছবিতে কাজ। বাণিজ্যিক সাফল্য পায় সেটি। এর পরেই কেরিয়ারে ধাক্কা! তাঁর বিরুদ্ধে সেটে মাদক নেওয়ার, কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এ বার মুখ খুললেন আফতাব।
আরও পড়ুন:
বেশ কয়েক বছর আগে অভিনেতার বিরুদ্ধে এ হেন অভিযোগ ওঠে। এই মুহূর্তে তিনি আসন্ন ছবি ‘মস্তি ৪’-এর প্রচারে ব্যস্ত। আফতাবের উত্থান ধূমকেতুর মতো হলেও হঠাৎ যেন হারিয়ে গেলেন। বর্তমানে ‘মস্তি’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবি ছাড়া অন্য কোনও ছবিতে দেখা যায় না তাঁকে। অনেকেই বলেন, তাঁর কাজ কমে যাওয়ার নেপথ্যে দায়ী তাঁর ব্যবহার। এই প্রসঙ্গে আফতাব সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, নিজের সম্পর্কে শোনা সব থেকে হাস্যকর গুজব এটাই। অভিনেতা জানান, তিনি নিজেও দেখেছেন এমন মন্তব্য। আফতাবের কথায়, ‘‘আমি জীবনের শুরুর দিকেই শিখেছিলাম, সত্যের আওয়াজ কম। সত্যি সব সময় নিশ্চুপে থাকে। এবং কোনও সত্যকে আলাদা করে প্রমাণ করার প্রয়োজনও নেই। তাই আমি কখনও নিজের হয়ে সালিশি করিনি।’’