Advertisement
E-Paper

‘অ্যান আনসু্টেবল বয়’ আর ‘খুল্লাম খুল্লা’ নিয়ে আসছেন কর্ণ-ঋষি

তাঁরা দুজনেই বলিউডের নামজাদা তারকা। একজন জনপ্রিয় পরিচালক, প্রতিভাবান চিত্রনাট্যকার, খুঁতখুঁতে প্রযোজক এবং জাদরেল সঞ্চালক, যাকে এক কথায় বলা হয় বহুমুখী প্রতিভা। অন্য জন বলিউডের ‘চিন্টু’। সেই কত বছর আগে গলায় ‘হৃদয়’র লকেট পরে ‘ওম শান্তি ওম’ গানে জমিয়ে নেচেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১১:৩৩

তাঁরা দুজনেই বলিউডের নামজাদা তারকা। একজন জনপ্রিয় পরিচালক, প্রতিভাবান চিত্রনাট্যকার, খুঁতখুঁতে প্রযোজক এবং জাদরেল সঞ্চালক, যাকে এক কথায় বলা হয় বহুমুখী প্রতিভা। অন্য জন বলিউডের ‘চিন্টু’। সেই কত বছর আগে গলায় ‘হৃদয়’র লকেট পরে ‘ওম শান্তি ওম’ গানে জমিয়ে নেচেছেন। আপাতত টুইটার জমিয়ে রেখেছেন তাঁর বিতর্কিত পোস্টে।

এঁদের প্রথম জন কর্ণ জোহর, দ্বিতীয় জন ঋষি কপূর। দু’জনেরই আত্মজীবনী প্রকাশ হতে চলেছে ২০১৭র জানুয়ারিতে। বছরের শুরুতে দু’জনেই জানিয়েছিলেন আত্মজীবনী নিয়ে কাজ শুরু করেছেন তাঁরা।

কর্ণের বইটি একটু সিরিয়াস গোছের। নাম ‘অ্যান আনসু্টেবল বয়’। সমালোচকদের বহু প্রশংসিত বিক্রম শেঠের লেখা একটি বইয়ের নাম ছিল ‘এ আনসু্টেবল বয়’। সেই নামেরই প্রতিধ্বনী শোনা গিয়েছে কর্ণের বইতে। বলা হচ্ছে, এ বইতে পেশাদারী কর্ণকে ছাপিয়ে যাবে কর্ণের ব্যক্তিগত জীবনের অধ্যায়গুলো। কথা হয়েছিল বই প্রকাশিত হবে কর্ণের ৪৪তম জন্মদিনে, ২৫মে। তবে এখন শোনা যাচ্ছে জানুয়ারিতেই আসছে ‘অ্যান আনসু্টেবল বয়’।

ঋষি কপূরের বইটির নাম ‘খুল্লাম খুল্লা’। সহ লেখক মীনা আইয়ার। বইটির নামের সঙ্গে মিল রয়েছে ঋষির অভিনীত ১৯৭৫ সালের সিনেমা ‘খেল খে মে’র একটি গানের। সেই গানের সঙ্গে কোমর দুলিয়েছিলেন ঋষি এবং তাঁর স্ত্রী নীতু। ১৫ জানুয়ারী প্রকাশিত হতে চলেছে ‘খুল্লাম খুল্লা’।

আরও পড়ুন...
বলিউড নিয়ে মাহিরা খানের বিরুপ মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া

দু’জনেই টুইটারেই প্রকাশ করলেন তাঁদের এই ‘আত্মজীবনী’র গল্প, তাও আবার একই দিনে।

জোহরের আত্মজীবনী যেখানে চিন্তাশীল এবং বেশ তীব্র তেমনই ঋষি কপূরের ‘খুল্লাম খুল্লা’ হালকা মেজাজেই হবে বলে আশা করা হয়।

An Unsuitable Boy Rishi Kapoor Karan Johar Biography
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy