পরপর দু’বার। পিপলস্ চয়েস অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেন প্রিয়ঙ্কা চোপড়া। সৌজন্যে ‘কোয়ান্টিকো’। গত বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসে ৪৩ তম পিপলস্ চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চে ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রীর পুরস্কার পেলেন প্রিয়ঙ্কা। গত বছর প্রথম ভারতীয় হিসেবেই নয়, প্রথম সাউথ এশিয়ান অভিনেত্রী হিসেবে এই সম্মান পেয়েছিলেন তিনি। এ বছর পুরস্কার পেলেন ‘কোয়ান্টিকো’র সেকেন্ড সিজনের জন্য।
‘কোয়ান্টিকো’ সিরিয়ালে এক এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। তাঁর চরিত্রের নাম অ্যালেক্স প্যারিস। পুরস্কার হাতে নিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘একজন ড্রামা কুইন হতে পেরে সত্যি আমি দারুণ খুশি। অসাধারণ জার্নি। আজকে আমার সঙ্গে আর যে সব অভিনেত্রী নমিনেশন পেয়েছিলেন তাঁরাই আমার অনুপ্রেরণা। তাঁদের দেখেই আমি টিভিতে কাজ করতে এসেছি।’’
আরও পড়ুন, বিয়ের আগেই প্রেগন্যান্ট? ছবিতে উত্তর নায়িকার
অসংখ্য অনুরাগী প্রিয়ঙ্কাকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। ‘কোয়ান্টিকো’র কোস্টারদের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়াও। বক্তব্য শেষ করার সময় প্রিয়ঙ্কা বলেন ‘‘এই পুরস্কারের অর্থ হল গোটা বিশ্ব আমাকে পছন্দ করছে।’’
Watch @priyankachopra accept her award for “Favorite Dramatic TV Actress” #PCAs pic.twitter.com/Xmejxwsb94
— E! People's Choice (@peopleschoice) January 19, 2017
অসংখ্য অনুরাগী প্রিয়ঙ্কাকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। ‘কোয়ান্টিকো’র কোস্টারদের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়াও। বক্তব্য শেষ করার সময় প্রিয়ঙ্কা বলেন ‘‘এই পুরস্কারের অর্থ হল গোটা বিশ্ব আমাকে পছন্দ করছে।’’