Advertisement
E-Paper

ছোট্ট অভিষেকের ছবিতেই ভালবাসা জানালেন ঐশ্বর্যা, জন্মদিনে স্বামীর জন্য কামনা করলেন আলো

বুধবার অভিষেক পা দিলেন ৪৯ বছরে। ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বই (তৎকালীন বোম্বে) শহরে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ঘরে তাঁর জন্ম।

Image of Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্য ঘিরে গত বছর উঠেছিল নানা প্রশ্ন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১
Share
Save

ঐশ্বর্যা রাইকে ভুলেই গিয়েছিলেন সকলে! অন্তত এমনই অভিযোগ উঠেছিল গত বছর। কিন্তু ঐশ্বর্যা ভোলেননি কাউকে। গত বছর অক্টোবরে অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন সমাজমাধ্যমে, মেয়ে আরাধ্যার সঙ্গে তাঁর ছবি দিয়ে। আর এ বার অভিষেক বচ্চনের জন্মদিনে তাঁর জন্য বিশেষ শুভেচ্ছা পাঠালেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

বুধবার অভিষেক পা দিলেন ৪৯ বছরে। ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বই (তৎকালীন বোম্বে) শহরে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ঘরে তাঁর জন্ম। এ দিন সন্ধ্যায় তাঁর স্ত্রী ঐশ্বর্যা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নেন একটি ছবি, অভিষেকের ছোটবেলার। সাদাকালো সেই ছবিতে দেখা যাচ্ছে খেলনা গাড়ির উপর বসে রয়েছেন অভিষেক। ঐশ্বর্যা লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা, সুখ, সুস্বাস্থ্য, ভালবাসা এবং আলো কামনা করি। ঈশ্বর মঙ্গল করুন।”

Aishwarya rai bachchans wishes her husband Abhishek bachchan a happy birthday with light

অভিষেকের ছোটবেলার এই ছবিতেই শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বর্যা। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে একটা ঝড় বয়ে গিয়েছে অভিষেক-ঐশ্বর্যার উপর দিয়ে। যদিও তার প্রভাব তাঁদের উপর আদৌ পড়েছে কি না— তা বোঝার উপায় নেই। গত বছরের মাঝামাঝি সময় থেকেই সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে প্রচার হতে শুরু করে দুই তারকার বিচ্ছেদ আসন্ন। এরই মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে নাম জড়িয়ে যায় অভিনেত্রী নিমরত কৌরের। আবার অনেকেই অভিষেকের পরিবারের দিকে আঙুল তুলতে শুরু করেন। বিচ্ছেদ জল্পনা উস্কে দিয়েছিল বচ্চন পরিবারের উদাসীনতা। নভেম্বরে ঐশ্বর্যার জন্মদিনে তাঁদের তরফে কেউ শুভেচ্ছা জানাননি, অন্তত সমাজমাধ্যমে তা দেখা যায়নি। তা নিয়ে শোরগোল পড়ে যায়। একই ঘটনা ঘটে ডিসেম্বরে মেয়ে আরাধ্যার জন্মদিনকে কেন্দ্র করেও। কিন্তু মেয়ে আরাধ্যার জন্মদিনের উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে আসার পরই বিচ্ছেদ জল্পনায় জল পড়ে। দেখা যায় অভিষেক এবং ঐশ্বর্যা একসঙ্গেই পালন করেছেন মেয়ের ত্রয়োদশ জন্মদিন। তার পর একাধিক বার যুগলকে দেখা গিয়েছে, সঙ্গে মেয়ে— কখনও আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে, কখনও পারিবারিক বন্ধুর বিয়েতে, আবার কখনও বিমানবন্দরে।

এ বার ঐশ্বর্যার সমাজমাধ্যমে অভিষেকের ছোটবেলার ছবি দিয়ে শুভেচ্ছা জানানো যেন সেই বন্ধনকেই দৃঢ় করল। ঐশ্বর্যার পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিষেককে। আবার অনেক অনুরাগী প্রশ্ন করেছেন, “কোথায় গেলেন বিচ্ছেদ নিয়ে কথা বলা মানুষেরা?”

Celebrity Birthday Amitabh Bachchan Abhishek Bachchan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}