রণবীর সিংহ ও আলিয়া ভট্ট অভিনীত ‘গাল্লি বয়’ ইতিমধ্যেই বক্স অফিসে হিট হয়েছে। মুক্তি পাওয়ার পর থেকে ইতিমধ্যেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ‘রাজি’-র পর ‘গাল্লি বয়’-এ আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এই ছবিতে ভাল অভিনয়ের জন্য আলিয়া পুরস্কার পেলেন স্বয়ং বলিউডের শাহেনশার কাছ থেকে।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেছেন আলিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘লেজেন্ডর কাছ থেকে চিঠি প্রতিদিন আসে না। আমি ধন্য।’ আর ছবিতে দেখা যাচ্ছে একটি ফুলের তোড়ার পাশে রাখা আছে একটি চিঠি।
জানা গিয়েছে, গাল্লি বয়ে আলিয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। তারপরই তিনি নিজের হাতে চিঠি লিখেছেন আলিয়াকে। সেই চিঠিই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন আলিয়া। আর বচ্চনের কাছ থেকে চিঠি পেয়ে আপ্লুত আলিয়া নিজের উচ্ছ্বাসও গোপন করেননি।
আরও পড়ুন: বিনোদন নিয়ে মজাদার প্রশ্নোত্তর আমাদের কুইজ বিভাগে
Its not everyday you receive a letter from the legend. Grateful ✨🌞🙏
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। সেই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্টকে।
আরও পড়ুন: প্রিয় বান্ধবীর বিয়েতে আলিয়ার তুমুল নাচ, মুগ্ধ ভক্তরা