Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Allu Arjun

মাদাম তুসোয় বসতে চলেছে মোমের অল্লু, কবে উন্মোচিত হবে তাঁর মূর্তি?

লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে এ বার বসতে চলেছে অল্লুর মোমের মূর্তি।

অভিনেতা অল্লু অর্জুন।

অভিনেতা অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৫
Share: Save:

বছরটা ভালই যাচ্ছে অভিনেতা অল্লু অর্জুনের। সম্প্রতি প্রথম তেলুগু অভিনেতা হিসাবে ৬৯তম জাতীয় পুরস্কার পেলেন অল্লু । এ বার তাঁর সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে। লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে এ বার বসতে চলেছে অল্লুর মোমের মূর্তি। তবে শুধু অল্লু নন, এর আগে বহু বলি তারকার মূর্তি রাখা হয়েছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। অমিতাভ বচ্চন, সলমন খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বর্যা রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কইফের মতো অভিনেতাদের মূর্তি রয়েছে এই সংগ্রহে। দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যে তিনি তৃতীয় জন যাঁর মূর্তি তৈরি হচ্ছে। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি রাখা হয়েছে এই মিউজিয়ামে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয় সেখানে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি এই মিউজিয়ামে রেখে তাঁদের সম্মান জানানো হয়। এ বার ‘পুষ্পা’র গগনচুম্বী সাফল্যের পর এ বার তৈরি হচ্ছে অল্লুর মূর্তি। শোনা যাচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই লন্ডনের উদ্দেশে পাড়ি দেবেন অভিনেতা। সেখানে মাপ দেওয়ার জন্য যাচ্ছেন তিনি। তবে মূর্তির উন্মোচন হতে হতে আগামী বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE