এ যেন সিনেমার গল্প। একেবারে পরিপাটি চিত্রনাট্য। ভারতীয় মেয়েরা খেলাধুলোয় বিশ্বসেরা, এমন গল্প আমরা ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে দেখেছি। পর্দার কাহিনিই যেন বাস্তব হয়ে উঠল ২ নভেম্বর। ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথমবার বিশ্বকাপ জয়। আনন্দ উল্লাসে ফেটে পড়ল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম। এক লহমায় কয়েক কোটি মেয়েকে যেন জিতিয়ে দিলেন হরমনপ্রীতেরা। তাঁদের জয় দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মারা।
আরও পড়ুন:
রাত জেগে খেলা দেখেছেন। ভারতীয় মহিলাদের বিশ্বজয় দেখে অমিতাভ লেখেন, ‘‘বিশ্বজয়ী তোমরা! কী যে গর্ব অনুভব করালে তোমরা আমাদের, বলে বোঝানো যাবে না। অভিনন্দন।’’ অনুষ্কা শর্মা লেখেন, ‘‘কী দুর্দান্ত জয়!’’ প্রিয়ঙ্কা অবশ্য তাঁর স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় লেখেন, ‘‘আমি সারাজীবন নীল পোশাকে নায়কদের দেখেছি। আজ আমি যেন তাঁদেরই মেয়েদের রূপে দেখলাম।’’ অজয় দেবগন জানান, এই রাত তিনি ভুলতে পারবেন না। এই দল দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস ও ভরসা থাকলেই সব সম্ভব। অভিনেতা সুনীল শেট্টী এই জয়ের মধ্যে দেখেছেন ভারতের আরও ছোট মেয়েদের স্বপ্ন দেখার সাহস। সুনীল লেখেন, ‘‘নীল জার্সির মেয়েরা জয়ের পিছনে ছোটেননি, বরং অর্জন করেছেন। আজ প্রতিটা ছোট্ট মেয়ে বলছে আমরা বিশ্বজয়ী।’’
সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দেন জেমাইমা। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি ও মন্ধানা ট্রফি নিয়ে হোটেলের ঘরে শুয়ে রয়েছেন। ক্যাপশনে জেমাইমা লেখেন, “গোটা বিশ্বকে শুভ সকাল।” আরও একটি ছবি দেন জেমাইমা। সেখানে তাঁরা দু’জন ছাড়াও রয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। সেই ছবির ক্যাপশনে জেমাইমা লেখেন, “এখনও কি স্বপ্ন দেখছি?” বোঝা যাচ্ছে, বিশ্বজয়ের ঘোর কাটতে আরও কিছুটা সময় লাগবে ভারতীয় ক্রিকেটারদের।