Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Entertainment Photogallery

মুম্বইয়ের দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা অমিতাভও

গোটা দেশের মতো দুর্গা পুজোর উৎসবে মাতোয়ারা বচ্চন পরিবারও। প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা, পুজো দেওয়া থেকে শুরু করে সবই করলেন অমিতাভ বচ্চন। সেই ছবি ধরা রইল গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০২:৪৯
Share: Save:
০১ ০৬
গোটা দেশের মতো দুর্গা পুজোর উৎসবে মাতোয়ারা বচ্চন পরিবারও। প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা, পুজো দেওয়া থেকে শুরু করে সবই করলেন অমিতাভ বচ্চন। সেই ছবি ধরা রইল গ্যালারির পাতায়।

গোটা দেশের মতো দুর্গা পুজোর উৎসবে মাতোয়ারা বচ্চন পরিবারও। প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা, পুজো দেওয়া থেকে শুরু করে সবই করলেন অমিতাভ বচ্চন। সেই ছবি ধরা রইল গ্যালারির পাতায়।

০২ ০৬
অষ্টমীর সকালে সাদা কুর্তা-পাজামা আর হলুদ জহরকোটে মেয়ে শ্বেতাকে নিয়ে প্যাণ্ডেলে পা রাখলেন অমিতাভ।

অষ্টমীর সকালে সাদা কুর্তা-পাজামা আর হলুদ জহরকোটে মেয়ে শ্বেতাকে নিয়ে প্যাণ্ডেলে পা রাখলেন অমিতাভ।

০৩ ০৬
ভিড় এড়াতে দেহরক্ষীদের পাশে নিয়ে প্যাণ্ডেলে ঢুকছেন জয়া। প্রতি বছরের মতো এ বছরই শারদীয়ার উৎসবে যোগ দিতে সাতসকালেই চলে এলেন অঞ্জলি দিতে।

ভিড় এড়াতে দেহরক্ষীদের পাশে নিয়ে প্যাণ্ডেলে ঢুকছেন জয়া। প্রতি বছরের মতো এ বছরই শারদীয়ার উৎসবে যোগ দিতে সাতসকালেই চলে এলেন অঞ্জলি দিতে।

০৪ ০৬
বুধবার মুম্বইয়ের একটি প্যাণ্ডেলে স্ত্রী জয়া বচ্চন এবং মেয়ে শ্বেতা নন্দাকে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। শ্বেতার পরনে ছিল প্যাস্টেল রঙের শাড়ি। জয়ার পছন্দের শাড়িতে ছিল সবুজের উপর কাজ করা। আর এথনিক পোশাকে দেখা গেল অমিতাভ বচ্চনকে।

বুধবার মুম্বইয়ের একটি প্যাণ্ডেলে স্ত্রী জয়া বচ্চন এবং মেয়ে শ্বেতা নন্দাকে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। শ্বেতার পরনে ছিল প্যাস্টেল রঙের শাড়ি। জয়ার পছন্দের শাড়িতে ছিল সবুজের উপর কাজ করা। আর এথনিক পোশাকে দেখা গেল অমিতাভ বচ্চনকে।

০৫ ০৬
গোটা দেশের মতো দুর্গা পুজোর উৎসবে মাতোয়ারা বচ্চন পরিবারও। প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা, পুজো দেওয়া থেকে শুরু করে সবই করলেন অমিতাভ বচ্চন। সেই ছবি ধরা রইল গ্যালারির পাতায়।

গোটা দেশের মতো দুর্গা পুজোর উৎসবে মাতোয়ারা বচ্চন পরিবারও। প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা, পুজো দেওয়া থেকে শুরু করে সবই করলেন অমিতাভ বচ্চন। সেই ছবি ধরা রইল গ্যালারির পাতায়।

০৬ ০৬
শুধুমাত্র প্যাণ্ডেলে ঘোরাঘুরিই নয়, অঞ্জলিও দিলেন জয়া-অমিতাভ-শ্বেতা। হাতজোড় করে মন্ত্রোচারণ,  প্রার্থনা করা, সবই ধরা পড়ল ক্যামেরার লেন্সে।

শুধুমাত্র প্যাণ্ডেলে ঘোরাঘুরিই নয়, অঞ্জলিও দিলেন জয়া-অমিতাভ-শ্বেতা। হাতজোড় করে মন্ত্রোচারণ, প্রার্থনা করা, সবই ধরা পড়ল ক্যামেরার লেন্সে।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy