ওরকমই লম্বা চুল, ওরকমই মিষ্টি মিষ্টি হাসি। পার্থক্য, রানি মুখোপাধ্যায়ের গায়ে পাশ্চাত্য পোশাক ছিল। সুদীপা চট্টোপাধ্যায় খোলা চুল, শাড়ি, গয়নাতেই মাত করেছেন। ২০২০-র ‘নিউ নর্মাল’, টিকটক স্টাইলে ভিডিয়ো ক্লিপিংস বানাচ্ছেন ‘রান্নাঘর’-এর ‘রানি’! ২০০১-এর সুপারহিট ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’-র জনপ্রিয় গান ‘দেখনেওয়ালো নে ক্যয়া ক্যয়া নেহি দেখা হোগা...’-র সঙ্গে দুর্দান্ত লিপ সিঙ্কিং তাঁর।
সুদীপা কি তাহলে টোনড হবেন? সজ্জাতেও বদল আনবেন? এই ধরনের ভিডিয়োতে যেমন প্রয়োজন!
আনন্দবাজার ডিজিটালকে বললেন, ‘‘সময়ের সঙ্গে তাল মেলাতেই হবে। অগ্নিদেবের ছেলে আকাশের বন্ধুরা দেখি এই ধরনের ভিডিয়ো বানায়। আমাকেও অনেক বার বলেছে, তুমিও এ রকম কিছু কর। অনেক ভাবনার পর বানানোর চেষ্টা করলাম।’’