Anniversary Special: Shah Rukh Khan and Gauri Khan mark their 26th wedding anniversary dgtl
Entertainment News
শাহরুখ-গৌরী জুটির ২৬ বছর, ফ্ল্যাশব্যাকে কিছু ছবি
বলিউড বাদশা শাহরুখ খান এবং তাঁর বেগম গৌরী। বুধবার বিয়ের ২৬ বছর পূর্ণ করল এই জুটি। সেরার সেরা রোম্যান্টিকহিরোর আসল জীবনের প্রেমকাহিনিও কিন্তু বলিউড ছবির থেকে কিছু কম নয়। এক ঝলকে দেখে নিন শাহরুখ-গৌরীর লভস্টোরি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১৮:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বিয়ের ২৬ বছর পূর্ণ করলেন শাহরুখ ও গৌরী খান। কিন্তু, শুরুটা মোটেই সহজ ছিল না।
০২১০
একটি জন্মদিনের পার্টিতে প্রথম শাহরুখ-গৌরীর আলাপ। সেখানেই শুরু হয়েছিল প্রেমপর্ব। এর পর ডেটিং শুরু। শুরু রোম্যান্সও। বিয়ে করার সিদ্ধান্ত নিতে খুব একটা দেরি হয়নি যুগলের।
০৩১০
গৌরীর পরিবার বিয়েতে খুব একটা রাজি ছিল না। কারণ শাহরুখের ফিল্মি কেরিয়ার তখনও শুরুই হয়নি। এক কথায় শাহরুখ তখন প্রায় কিছুই করেন না।
০৪১০
গৌরীর বয়স তখন ২১। শাহরুখ সবেমাত্র ২৫। পাশাপাশি দু’জনের ধর্মও আলাদা।
০৫১০
তবে শাহরুখ ও গৌরী কিন্তু এ সবে কান দেননি। ১৯৯১-এর ২৫ অক্টোবর দিল্লিতে বিয়ে করেছিলেন তাঁরা।
০৬১০
বিয়ের পর মুম্বইয়ে এসে নিজের ফিল্মি কেরিয়ারে স্ট্রাগল শুরু করেন শাহরুখ।
০৭১০
একটি সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তখন তাঁদের ‘মন্নত’ তৈরিহয়নি। শাহরুখ একটি শুটিংয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন গৌরীও। ইন্ডাস্ট্রিতে তখন একেবারেই নতুন তাঁরা। শুটিংয়ের শেষে এক সঙ্গে বাড়ি ফিরে যাবেন বলে সেটে গিয়েছিলেন গৌরী। কিন্তু শুটিং শেষ হতে হতে বেজে গিয়েছিলেন ভোর ৬টা। ততক্ষণ একটি মেক-আপ ভ্যানে শাহরুখের জন্য অপেক্ষা করেছিলেন গৌরী।
০৮১০
বিয়ের ২৬ বছর পরও বি-টাউনের এই তারকা জুটি কিন্তু এখনও নজরকাড়া তাঁদের কেমিস্ট্রির জন্য।
০৯১০
নিজের অভিনয়ের দক্ষতায় বলিউডের ‘কিঙ্গ খান’ শাহরুখ। পাশাপাশি গৌরী নিজেও এক জন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার। মুম্বইয়ে জুহুতে গৌরীর ঝাঁ চকচকে স্টোরও রয়েছে।
১০১০
শাহরুখ ও গৌরী তিন সন্তানের বাবা-মাও। গৌরী এই ছবি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘হ্যাপি ফ্যামিলি’।