Advertisement
০৩ ডিসেম্বর ২০২৪
Rupali Ganguly

পর্দার ‘অনুপমা’ রূপালি বাস্তবে ঘর ভাঙিয়েছেন, চুরি করেছেন সতীনের গয়না! মুখ খুললেন সৎমেয়ে

রূপালির বিরুদ্ধে গয়না চুরি থেকে ঘর ভাঙানোর অভিযোগ। অভিনেত্রীকে রিয়া চক্রবর্তীর সঙ্গে কেন তুলনা করলেন তাঁর সৎমেয়ে?

Anupama fame actress Rupali Ganguly’s stepdaughter make serious allegations against her

‘অনুপমা’ খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়ের নামে একগুচ্ছ অভিযোগ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৯:২২
Share: Save:

‘অনুপমা’ ধারাবাহিকে তাঁর চরিত্র বিপুল জনপ্রিয়তা পায় দর্শক মহলে। ধারাবাহিকে অনুপমার জীবনে যেমন সতীন ছিল, তেমনই বাস্তবের রূপালির জীবনেও রয়েছেন সতীন। এ বার ভাইরাল রূপালির সৎমেয়ে এষা বর্মার একটি চাঞ্চল্যকর পোস্ট। সেখানে তিনি রূপালির বিরুদ্ধে গয়না চুরি থেকে ঘর ভাঙানোর অভিযোগ, এমনকি স্বামীকে ভুল ওষুধ খাওয়ানো-সহ একাধিক অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে রিয়া চক্রবর্তীর সঙ্গেও তুলনা করেছেন।

২০১৩ সালে অশ্বিন বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রূপালি। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। রূপালিকে বিয়ে করার আগে আরও দু’টি বিয়ে ছিল অভিনেত্রীর স্বামীর। অশ্বিনের দ্বিতীয় বিয়ের সম্পর্কে দুটি কন্যাসন্তান। অশ্বিনের দ্বিতীয় স্ত্রীর ছোট মেয়ে এষা ২০২০ সালে তাঁর একটি পোস্টে রূপালির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন। সেখানে এষা লেখেন, ‘‘উনি দুর্বিষহ। কেউ কি রূপালি গঙ্গোপাধ্যায়ের আসল গল্প জানেন? ওঁর সঙ্গে অশ্বিন কে বর্মার গত ১২ বছর ধরে প্রেম। উনি তখন বিবাহিত, দুটো মেয়েও আছে। ওই নিষ্ঠুর মনের মহিলা সব সময়ই চেষ্টা করে গিয়েছেন আমাকে আর আমার বোনকে বাবার থেকে দূরে রাখতে। তিনি সব সময় সংবাদমাধ্যমের কাছে বলেন না, তিনি আমার বাবাকে বিয়ে করে সুখী! তাই এই কথাগুলো জানালাম। উনি রীতিমতো আমার বাবাকে নিয়ন্ত্রণ করেন। মানসিক ভাবে অসুস্থ তিনি। আমি বাবাকে ফোন করলেই উনি চেঁচামেচি শুরু করেন, আমার মাকে ও আমাকে মেরে ফেলার হুমকি দেন। উনি অশ্বিনের পরিবারকে নষ্ট করেছেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়া চক্রবর্তী যেটা করেছেন, উনিও আমার বাবার সঙ্গে সেটাই করেন। বাবাকে কী সব ওষুধ খাওয়ান।’’

এখানেই ক্ষান্ত হননি এষা। তিনি জানিয়েছেন রূপালি নাকি এষার মায়ের গয়না পর্যন্ত চুরি করেছেন। এমনকি অভিনেত্রীর অশ্বিনের দ্বিতীয় স্ত্রীকে অর্থকষ্টের মধ্যে দিয়েও যেতে হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর জন্য এষার শৈশব নষ্ট হয়েছে। যদিও মেয়ের এই ধরনের অভিযোগ নস্যাৎ করেছেন রূপালির স্বামী। পাল্টা তিনি জানিয়েছেন, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে তাঁর মেয়ে মানসিক ভাবে আহত।

অন্য বিষয়গুলি:

Rupali Ganguly Anupamaa Television actress Bollywood Star
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy