Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪
Entertainment News

সত্ মা শ্রীদেবীর মৃত্যুতে বাবার পাশে থাকা নিয়ে অর্জুন বললেন...

সম্প্রতি এক সাক্ষাত্কারে অর্জুনকে বলা হয়, সে সময় নায়কোচিত কাজ করেছিলেন তিনি। তাতে তুমুল আপত্তি জানিয়েছেন অভিনেতা।

শ্রীদেবী-বনি (বাঁদিকে) এবং অর্জুন (ডানদিকে)।

শ্রীদেবী-বনি (বাঁদিকে) এবং অর্জুন (ডানদিকে)।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৪:৫৩
Share: Save:

২০১৮-র ফেব্রুয়ারি। আচমকা দুবাইতে মৃত্যু হয় শ্রীদেবীর। সেই আঘাত এখনও মেনে নিতে পারেন না অনেকেই। সে সময় বনি, জাহ্নবী, খুশিকে সামলাতে এগিয়ে এসেছিলেন অর্জুন কপূর। বনির প্রথম পক্ষের সন্তান অর্জুনের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক নাকি একেবারেই ভাল ছিল না। অন্তত বলি মহলে তেমনই জল্পনা ছিল। কিন্তু সত্ মায়ের মৃত্যুতে বাবার পাশে দাঁড়ানোর সময় দ্বিতীয় বার ভাবেননি অর্জুন।

সম্প্রতি এক সাক্ষাত্কারে অর্জুনকে বলা হয়, সে সময় নায়কোচিত কাজ করেছিলেন তিনি। তাতে তুমুল আপত্তি জানিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁর মা বেঁচে থাকলেও চাইতেন, বাবার যে কোনও সমস্যায় অর্জুন তাঁর পাশে দাঁড়ান। ফলে শ্রীদেবীর মৃত্যুতে বনির পাশে থাকাতে কোনও বীরত্ব অনুভব করছেন না অর্জুন।

অর্জুনের কথায়, “লোকে আমাদের সম্পর্ক নিয়ে কী ভাবল, কী বলল তাতে আমার কিছু যায় আসে না। সে সময় আমার মনের কথা শুনেছিলাম। বাবার পাশে দাঁড়িয়েছিলাম। মা বেঁচে থাকলে তা-ই চাইতেন। যে কোনও সমস্যায় আমি পরিবারের পাশে থাকি, এটাই চাইতেন সবসময়। তবে এই পরিণতি আমার শত্রুরও হোক তাও চাইব না।”

আরও পড়ুন, মা হবেন কবে? দীপিকা বললেন...

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE