ছোট্ট এই বাচ্চাটির বয়সই এখন ২৭। কিন্তু আজও নায়ক তাঁকে কাছছাড়া করতে চান না। কারণ ভাইজানের বড় আদরের তিনি। কে এই ছোট মেয়েটি?
ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পোশাকে সলমন বসে রয়েছেন। সলমনের গলা জড়িয়ে রয়েছে ছোট্ট একটি মেয়ে। তিনি সলমনের ছোট বোন অর্পিতা খান শর্মা। সম্প্রতি অর্পিতা নিজেই শেয়ার করেছেন এই ছবি। ছবিতে সলমন-অর্পিতা ছাড়াও পিছনে দেখা যাচ্ছে চশমা পরা সোহেল খানকে।
আরও পড়ুন: কেন আত্মজীবনী লেখেননি? খোলসা করলেন সলমন