Advertisement
E-Paper

নাসির সাব একমাত্র পুরুষ যাঁকে আমি ভালবাসতাম, বললেন আশা

বয়স ৭৪। এতদিনে প্রকাশ্যে নিজের ভালবাসার কথা বললেন বলিউড অভিনেত্রী আশা পারেখ। মঙ্গলবার মুম্বইতে তাঁর আত্মজীবনী ‘দ্য হিট গার্ল’-এর প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘হ্যাঁ, নাসির সাব একমাত্র পুরুষ যাঁকে আমি ভালবাসতাম।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৭:৫৫

বয়স ৭৪। এতদিনে প্রকাশ্যে নিজের ভালবাসার কথা বললেন বলিউড অভিনেত্রী আশা পারেখ। মঙ্গলবার মুম্বইতে তাঁর আত্মজীবনী ‘দ্য হিট গার্ল’-এর প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘হ্যাঁ, নাসির সাব একমাত্র পুরুষ যাঁকে আমি ভালবাসতাম।’’ আত্মজীবনীতে পরিচালক তথা প্রযোজক নাসির হুসেনের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা লিখেছেন আশা।

আরও পড়ুন, ‘বসন্ত বিলাপ’-এর সেই ফুটব্রিজ বদলে যাচ্ছে

১৯৫৯। নাসির হুসেনের হাত ধরেই সিনেমায় ডেবিউ হয় আশার। সৌজন্যে ‘দিল দেকে দেখো।’ এর পর এই জুটির থেকেই ‘তিসরি মঞ্জিল’, ‘ক্যারাভ্যান’-এর মতো সুপারহিট ছবি উপহার পেয়েছে ইন্ডাস্ট্রি। একসঙ্গে প্রায় সাতটি ছবিতে কাজ করেছেন তাঁরা। আশার কথায়, ‘‘যাঁরা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ তাঁদের কথা আত্মজীবনীতে না লিখলে খুব ভুল হবে।’’

নাসিরকে ভালবাসলেও তাঁর সঙ্গে ঘর বাঁধেননি আশা। কারণ বিবাহিত নাসিরকে ওই সম্পর্ক থেকে বের করে আনতে চাননি নায়িকা। আশা বলেছেন, ‘‘আমি ঘর ভাঙতে চাইনি। নাসির সাবের পরিবারের সঙ্গেও আমার কোনও দিন খারাপ সম্পর্ক ছিল না। আমি কাউকে কোনও ভাবে আঘাত না করে জীবনটা কাটাতে চাই।’’

পরিচালক তথা প্রযোজক নাসির হুসেন। ছবি: সংগৃহীত।

‘দ্য হিট গার্ল’ বইয়ে আশার সঙ্গে অনুলেখক হিসেবে কাড করেছেন খালিদ মহম্মদ। তাঁকে ধন্যবাদ জানিয়ে আশা বলেন, ‘‘খালিদ পুরোটাই খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে।’’ আশার আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন নাসির হুসেনের মেয়ে নুসরত ও নাতি ইমরান খান।

Asha Parekh Nasir Hussain The Hit Girl celebrities Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy