Advertisement
E-Paper

অজয় দেবগণের ‘শিবায়’কে ‘ডোবাতে’ ২৫ লক্ষ টাকা ঢেলেছেন কর্ণ জোহর!

কাজল-কর্ণ জোহরের বন্ধুত্ব নাকি ভাঙতে চলেছে! অজয় দেবগণের ড্রিম প্রোজেক্ট ‘শিবায়’ এবং কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পেতে চলেছে। দু’টি ছবিই মুক্তি পাবে চলতি বছরের ২৮ অক্টোবর, দিওয়ালিতে। কারণটা নাকি সেটাই। এক বছর আগেই অজয় জানিয়ে দিয়েছিলেন, চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে ‘শিবায়’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৮

কাজল-কর্ণ জোহরের বন্ধুত্ব নাকি ভাঙতে চলেছে!
অজয় দেবগণের ড্রিম প্রোজেক্ট ‘শিবায়’ এবং কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পেতে চলেছে। দু’টি ছবিই মুক্তি পাবে চলতি বছরের ২৮ অক্টোবর, দিওয়ালিতে। কারণটা নাকি সেটাই। এক বছর আগেই অজয় জানিয়ে দিয়েছিলেন, চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে ‘শিবায়’। কিন্তু, কর্ণর ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৭-এ। হঠাৎই কর্ণ জোহর ছবির মুক্তির দিন এগিয়ে আনেন। এতেই কর্ণের উপর ক্ষুণ্ণ হন কাজল এবং অজয়। বলিউডের এই দুই বিগ বাজেট ছবির মধ্যে যে জোর টক্কর হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই কোনও বলিউড বাজার সমালোচকদের মধ্যেই। সম্প্রতি দু’টি ছবি নিয়ে বিতর্ক অন্য মাত্রা নিয়েছে বলিউডের ট্রেড অ্যানালিস্ট কমল আর খান বা কেআরকে-র করা টুইট থেকে।
এই দু’টি ছবির তুলনা টেনে কেআরকে দাবি করেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বক্স অফিসে ব্যাপক হিট হবে আর ‘শিবায়’ কোনও রকমে ২০০ কোটি টাকার ব্যবসা করবে। এ পর্যন্ত কোনও সমস্যা ছিল না। একজন সমালোচক তাঁর ব্যক্তিগত মত জানাতেই পারেন! কিন্তু কেআরকে এখানেই থেমে থাকেননি। ৩০ অগস্ট অজয় দেবগণ তাঁর টুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন, যেখানে একটি চেয়ারে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছেন অজয়। ছবির ক্যাপশন ছিল ‘রিল্যাক্সড’। ওই পোস্টের লিঙ্ক দিয়ে কেআরকে নিচে লেখেন, ‘‘অজয় দেবগণ এখানে দেখিয়েছেন কী ভাবে দর্শক সিনেমাহলে ‘শিবায়’ দেখবেন।’’ অর্থাত্, ‘শিবায়’ নাকি এতটাই ‘বোরিং’ হবে যে দর্শক সিনেমাহলে ঘুমিয়ে পড়বেন। হঠাত্ কেন এত নেতিবাচক মন্তব্য করছেন বলিউডের বিতর্কিত এই ট্রেড অ্যানালিস্ট? খুব সম্প্রতি একটি ফোনের ভয়েস রের্কডিং সোশ্যাল মিডিয়ায় ‘ফাঁস’ হওয়ার পর বোধহয় এর উত্তর পাওয়া গেল। কী রয়েছে এই ভয়েস রের্কডিংয়ে? এতে রয়েছে কেআরকে আর অজয় দেবগণের বিজনেস অ্যাসোসিয়েট, প্রযোজক কুমার মঙ্গত পাঠকের কথোপকথন। কুমার ফোন করে কেআরকে-র থেকে জানতে চান ‘শিবায়’ সম্পর্কে এত নেতিবাচক কথাবার্তা কেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন? এর উত্তরে কেআরকে যা বলেন তা শুনে চমকে যেতে পারেন! তিনি বলেন এই কাজটি করার জন্য কর্ণ জোহর তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন।
এই কল রের্কডিং ‘ফাঁস’ হওয়ার পর কাজল নিজের টুইটার হ্যান্ডেলে শুধু একটি মাত্র শব্দ লিখেছেন, ‘শক্‌ড’। এ দিকে এই রের্কডিংয়ের পরিপ্রেক্ষিতে তদন্তের দাবি তুলেছেন অজয় দেবগণ। তবে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি কর্ণ জোহর।

এই সেই ভয়েস রের্কডিংয়ের লিঙ্ক:

আরও পড়ুন...
১৮ নভেম্বর বিয়ে করছেন সলমন!

Ajay Devgan KRK Shivaay Karan Johar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy