Advertisement
E-Paper

বাস্তবেও স্পার্ম ডোনেট করেছেন আয়ুষ্মান খুরানা?

ছবির মতোই বাস্তবেও এমন ঘটনা ঘটেছিল আয়ুষ্মানের জীবনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৩:০৪
আয়ুষ্মান খুরানা। ছবি টুইটার থেকে নেওয়া।

আয়ুষ্মান খুরানা। ছবি টুইটার থেকে নেওয়া।

অভিনয়ের জন্য তিনি সবার মন কেড়েছেন। বক্স অফিসে এখনও রমরমিয়ে চলছে তাঁর ছবি ‘বধাই হো’। এর মধ্যেই আবারও অন্য একটি কারণে সংবাদের শিরোনামে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা

কী এমন বললেন আয়ুষ্মান, যা শুনলে অবাক হয়ে যআবেন অনেকেই? আয়ুষ্মান ানকি বলেছেন, তিনি বাস্তবেও স্পার্ম ডোনেট করেছেন।

প্রথম বার সুজিত সরকার পরিচালিত ছবি ‘ভিকি ডোনার’এর মাধ্যমে লাইমলাইটে আসেন আয়ুষ্মান। এর পর তাঁর অভিনীত সবকটি ছবিই মন কেড়েছে দর্শকদের। সম্প্রতি তিনি একটি রিয়্যালিটি শোয়ে গিয়েছিলেন, সেখানে গিয়েই নাকি আড্ডার সময় এই কথাটি বলেছেন, যা শুনে সঞ্চালক কর্ণ জোহরও নাকি চমকে গিয়েছেন।

ভিকি ডোনার ছবির দৃশ্য

আয়ুষ্মান বলেছেন, তিনি ব্যক্তিগত জীবনেও একবার স্পার্ম ডোনারের কাজ করেছিলেন। তাঁর প্রথম ছবির মতোই বাস্তবেও এই কাজ করেছেন তিনি, একটি সর্বভারতীয় দৈনিক সূত্রে এমনই একটি খবর প্রকাশ্যে এসেছে।

With the talented actors and super fun boys!!! @ayushmannk and @vickykaushal09 ! Super episode of #koffeewithkaran @starworldindia @hotstar

A post shared by Karan Johar (@karanjohar) on

কর্ণ জোহরের সঞ্চালনায় এই শোয়ের সম্প্রচার হতে চলেছে আগামী সপ্তাহে। আদৌ আয়ুষ্মান এই স্পার্ম ডোনেশন সংক্রান্ত বিষয়ে ঠিক কী বলেছেন, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত।

আরও পড়ুন: ঈশা অম্বানীর বিয়ে কাল, একদিনেরই খরচ ৭২৩ কোটি!

কর্ণ জোহর অবশ্য এ বিষয়ে কিছু বলেননি। তবে ওই শোয়ে আয়ুষ্মান খুরানা ও অপর অভিনেতা ভিকি কৌশলের উপস্থিতিতে শো বেশ জমে উঠেছিল বলে জানা গিয়েছে। কর্ণ একটি ইনস্টাগ্রাম পোস্টও শেয়ার করেছেন।

আরও পড়ুন: ‘অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার পর…’ কী বললেন বিরাট?

সুজিত সরকার যখন ছবিটির কথা জানান, তখনও নাকি আয়ুষ্মান তাঁকে বলেছিলেন এই বিষয়টি। তখন সুজিত সরকার নাকি প্রথমে বিশ্বাসই করতে পারেননি।

Ayushmann Khurrana Bollywood Actor Actress Spem Donor Shoojit Sircar Karan Johar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy