সিরিয়ালের সেটে একসঙ্গে সময় কাটান তাঁরা। ‘অ্যাকশন’ বলা মাত্রই শুরু হয় রিল-দম্পতির প্রেমালাপ। সেখান থেকেই কখনও কখনও তৈরি হয় রিয়েল সম্পর্ক। এমনটাই হয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের এক জুটির সঙ্গে।
বেশ কিছু দিন ধরেই একসঙ্গে ডেট করছিলেন অংশ এবং দিব্যা। অর্থাৎ বরুণ শর্মা এবং অনুপ্রিয়া কপূর। মাঝে গুজব রটেছিল যে, তাঁদের নাকি ব্রেক আপও হয়ে গিয়েছে। আর সে জন্যই সিরিয়ালের মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন অনুপ্রিয়া।
আরও পড়ুন: ফেসবুকে ফাঁস হয়ে গেল ‘দঙ্গল’!
তবে, ‘ভাগ্যলক্ষী’র ভক্তদের জন্য খুশির খবর। এর কিছু দিন পরেই ফের সিরিয়ালে দেখা যায় অনুপ্রিয়াকে। তিনি জানিয়ে দেন, কোনও ব্যক্তিগত কারণে সিরিয়ালের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। গুজব যে আসলে গুজবই, তা প্রমাণিত হয়। এই জুটির সম্পর্কে কোনও চিড় ধরেনি। দিব্যি প্রেম করছেন অংশ আর দিব্যা। সেটে একসঙ্গে সময়ও কাটাচ্ছেন। দু’জনের সম্পর্ক নিয়ে বেজায় খুশি সিরিয়ালের এই ‘কাপল’। উচ্ছ্বসিত বরুন বলেন, ‘‘অনুপ্রিয়া আমার কাছে খুবই স্পেশ্যাল।’’ আর অনুপ্রিয়া কী বলছেন? ‘‘আমাদের সম্পর্ক নিয়ে দু’জনেই খুব খুশি। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে সময় কাটাচ্ছি।’’—দিব্যাও আনন্দে আত্মহারা।