Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Entertainment News

৬০০০ বিয়ের প্রস্তাব পেয়েছিলেন ‘বাহুবলী’ প্রভাস!

প্রভাস ছাড়া আর কোনও অভিনেতাকে ‘বাহুবলী’ হিসেবে ভাবা যায়? নিঃসন্দেহে এর উত্তরটা না-বাচক হওয়ারই কথা। আজ, সোমবারসুপারস্টার প্রভাসের ৩৮তম জন্মদিন। অভিনেতার জীবনের বিশেষ দিনে তাঁর সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৪:০৫
Share: Save:
০১ ১০
প্রভাসের ৩৮তম জন্মদিন। দক্ষিণী এই অভিনেতার পুরো নাম কী জানেন? ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি। বাঙালির জন্য প্রায় ‘টাঙ্গ টুইস্টার’!

প্রভাসের ৩৮তম জন্মদিন। দক্ষিণী এই অভিনেতার পুরো নাম কী জানেন? ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি। বাঙালির জন্য প্রায় ‘টাঙ্গ টুইস্টার’!

০২ ১০
২০ বছর বয়সে অভিনয় জগতে পা। প্রভাস এক বার জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই হোটেলের ব্যবসা করার ইচ্ছে ছিল তাঁর। প্রভাসের প্রিয় খাবার ‘বাটার চিকেন’।

২০ বছর বয়সে অভিনয় জগতে পা। প্রভাস এক বার জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই হোটেলের ব্যবসা করার ইচ্ছে ছিল তাঁর। প্রভাসের প্রিয় খাবার ‘বাটার চিকেন’।

০৩ ১০
দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র প্রভাসেরই মোমের মূর্তি রয়েছে ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে।

দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র প্রভাসেরই মোমের মূর্তি রয়েছে ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে।

০৪ ১০
পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবি করার সময় পাঁচ বছর আর কোনও ছবি করেননি প্রভাস।

পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবি করার সময় পাঁচ বছর আর কোনও ছবি করেননি প্রভাস।

০৫ ১০
তেলুগু অভিনেতা হলেও বলিউডের ছবি খুবই পছন্দ প্রভাসের। ‘মু্ন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’ নাকি প্রায় ২০ বার করে দেখেছেন তিনি।

তেলুগু অভিনেতা হলেও বলিউডের ছবি খুবই পছন্দ প্রভাসের। ‘মু্ন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’ নাকি প্রায় ২০ বার করে দেখেছেন তিনি।

০৬ ১০
তবে বলিউডে প্রভাসের এন্ট্রি নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

তবে বলিউডে প্রভাসের এন্ট্রি নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

০৭ ১০
‘বাহুবলী’র শুটিং চলাকালীন প্রভাস নাকি বিয়ের জন্য ছ’হাজার প্রস্তাব পেয়েছিলেন। তবে কোনও প্রস্তাবেই রাজি হননি ‘বাহুবলী’।

‘বাহুবলী’র শুটিং চলাকালীন প্রভাস নাকি বিয়ের জন্য ছ’হাজার প্রস্তাব পেয়েছিলেন। তবে কোনও প্রস্তাবেই রাজি হননি ‘বাহুবলী’।

০৮ ১০
প্রভাস অসম্ভব বই পড়তে ভালবাসেন। নিজের বাড়িতে একটি আস্ত লাইব্রেরি রয়েছে তাঁর।

প্রভাস অসম্ভব বই পড়তে ভালবাসেন। নিজের বাড়িতে একটি আস্ত লাইব্রেরি রয়েছে তাঁর।

০৯ ১০
স্ট্রেসবাস্টার হিসেবে ভলিবল খেলতে ভালবাসেন প্রভাস।

স্ট্রেসবাস্টার হিসেবে ভলিবল খেলতে ভালবাসেন প্রভাস।

১০ ১০
বহুদিন থেকেই গুঞ্জন, ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন প্রভাস। দুই অভিনেতাকে মাঝে মাঝেই এক সঙ্গে দেখাও যায়। তবে প্রেম বা বিয়ে নিয়ে কেউই এখনও মুখ খোলেননি।

বহুদিন থেকেই গুঞ্জন, ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন প্রভাস। দুই অভিনেতাকে মাঝে মাঝেই এক সঙ্গে দেখাও যায়। তবে প্রেম বা বিয়ে নিয়ে কেউই এখনও মুখ খোলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE