সেলিব্রেশন শুরু। ছবি: কর্ণ জোহরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।
বলিউডের ‘বাদশা’র জন্মদিন বলে কথা। ধুমধাম তো হবেই। তবে শাহরুখের এ বারের জন্মদিন নিয়ে বিশেষ প্ল্যান করেছেন গৌরী ও তাঁর বন্ধুরা। মুম্বইয়ে ‘মন্নত’-এ নয়, শাহরুখের ৫২তম জন্মদিন সেলিব্রেট হচ্ছে শহরের অদূরেই, সমু্দ্রশহর আলিবাগে।
আরও পড়ুন, প্রীতি নয়, নয়নার চরিত্রে ফার্স্ট চয়েস ছিলেন করিনা!
আরও পড়ুন, মালাইকা না সুহানা, গৌরীর পার্টিতে নজর কাড়লেন কে?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বুধবারই আলিবাগের উদ্দেশে রওনা হয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান, মেয়ে সুহানা এবং কিঙ্গ খানের ঘনিষ্ঠ বন্ধুরা। অতিথি তালিকায় রয়েছেন শ্বেতা বচ্চন, ডিজাইনার বিক্রম ফড়নীশ, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা, সঞ্জয় কপূরের স্ত্রী মহিপ কপূর এবং তাঁদের মেয়েরা। কর্ণ জোহর আলিবাগে পৌঁছে একটি ছবিও পোস্ট করেছেন।
! ! !!!
!
! !!!
! ! !!!
!
! !!!
#alibaugdiaries @shwetabachchan